৭-রামনগর বিধানসভা ক্ষেত্রের বিধায়ক হিসেবে শপথ নিলেন দীপক মজুমদার

আগরতলা, ১৯ জুন : ৭-রামনগর বিধানসভা ক্ষেত্রের উপনির্বাচনে জয়ী দীপক মজুমদার বুধবার ত্রিপুরা বিধানসভার লবিতে বিধানসভার সদস্য তথা বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করেন। তাঁকে শপথ বাক্য পাঠ করান ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন।

উল্লেখ্য, ৭-রামনগর বিধানসভা ক্ষেত্রের বিধায়ক সুরজিৎ দত্তের প্রয়াণে গত ১৯ এপ্রিল লোকসভা নির্বাচনের সাথে এই বিধানসভা ক্ষেত্রের জন্য উপনির্বাচন অনুষ্ঠিত হয়। শপথ গ্রহণের পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডা: মানিক সাহা বিধানসভার সদস্য হিসেবে দীপক মজুমদারকে স্বাগত জানান। মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন তার বলিষ্ঠ ও সূচারু চিন্তাভাবনা বিধানসভার বিভিন্ন কাজ পরিচালনায় সহায়ক হবে। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল সহ মন্ত্রিসভার বিভিন্ন সদস্য সদস্যা, বিধায়ক, আগরতলা পুরনিগমের কর্পোরেটররা, বিভিন্ন স্তরের রাজনৈতিক ব্যক্তিত্ব ও প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ৭-রামনগর বিধানসভা ক্ষেত্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী দীপক মজুমদার জয়ী হয়েছিলেন। বিজেপি প্রার্থী দীপক মজুমদার তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআই (এম) প্রার্থী রতন দাসকে ১৮ হাজার ১৪ ভোটে পরাজিত করেছিলেন। বিজেপি প্রার্থী দীপক মজুমদার পেয়েছিলেন ২৫ হাজার ৩৮০ ভোট। সিপিআই (এম) প্রার্থী রতন দাস পেয়েছিলেন ৭ হাজার ৩৬৬ ভোট। মূলত: এই বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুরজিৎ দত্তের প্রয়াণে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *