জীবিত বাবার শ্রাদ্ধের নামে টাকা তুলতে গিয়ে ব্যবসায়ীদের হাতে আটক দুই নেশাগ্রস্ত প্রতারক

বিশালগড়, ১৪ জুন : নেশার টাকার যোগাড় করতে বাবার শ্রাদ্ধের নামে টাকা চাইতে গিয়ে শুক্রবার দুপুরে সিপাহীজলা জেলার বিশালগড় বাজারের ব্যবসায়ীদের হাতে আটক ২ যুবক। পরে তাদের বিশালগড় থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ঘটনায় এলাকাজুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য।

নেশার টাকা যোগাড় করতে সনাতন ধর্মের নামটি জলে ভাসিয়ে দিল বর্তমান সমাজের একাংশ যুবক। রাজ্যে বিভিন্ন নেশায় আসক্ত হয়ে পড়ছেন যুবকরা। আর এই নেশার টাকার যোগাড় করতে গিয়ে প্রতিনিয়ত অসামাজিক কার্যকলাপে লিপ্ত হচ্ছে একাংশ যুবকরা। হেরোইন, ব্রাউন সুগার, ইয়াবা ট্যাবলেট, ফেন্সিডিল সেবন করছে একাংশ। আর এই নেশার টাকা যোগাড় করতে গিয়ে নিজের জীবিত বাবার নামে শ্রাদ্ধের টাকা চাইতে গিয়ে বিশালগড় ব্রীজ চৌমুহনি এলাকায় আটক রানীরবাজার ও আগরতলা বর্ডার গোল চক্কর এলাকার দুই যুবক।

বিশালগড় বাজারে সমস্ত ব্যবসায়ীদের কাছে বাবার শ্রাদ্ধের নামে প্রত্যেক দোকানে টাকা চাইতে আসে ওই দুই যুবক। ব্যবসায়ীদের সন্দেহ হওয়াতে দুই যুবককে আটক করে উত্তমমধ্যম দিতেই দুই যুবক স্বীকার করে যে নেশার টাকার যোগাড় করতেই নাকি জীবিত অবস্থায় বাবাকে মৃত বলে শ্রাদ্ধের নামে টাকা তুলে। আর সেই টাকা দিয়ে নেশা সেনম করার এই নতুন ফন্দি এঁটেছেন তারা। পরবর্তী সময়ে বাজার ব্যবসায়ীরা দুই যুবককে তুলে দেয় বিশালগড় থানার পুলিশের হাতে।

এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে যান ভারতীয় মজদুর সংঘ রাজ্য কমিটির সদস্য তথা বিশ্ব হিন্দু পরিষদের নেতৃত্ব সজল কুমার দেব ও বিশালগড় বাজার ব্যবসায়ী সুব্রত সাহা। তারা জানিয়েছেন এই সমস্ত নেশায় আসক্ত যুবকদের কারণে যারা প্রকৃত অর্থে সাহায্যের জন্য বাজার ব্যবসায়ীদের কাছে আসেন তখন তারা সাহায্য থেকে বঞ্চিত হয়ে পড়বেন। রাজ্য প্রশাসন যেন এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করেন। তারা আরও জানান সনাতন ধর্মের নাম বদনাম করেছে এই সমস্ত নেশায় আসক্ত যুবকরা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *