জল নিষ্কাশনের দাবীতে গৌরনগরে কৈলাসহর- কুমারঘাট রাস্তা অবরোধ ক্ষুব্ধ জনতার

কৈলাসহর, ১৪ জুন : জল নিষ্কাশনের দাবীতে ঊনকোটি জেলার গৌরনগর ব্লকের সামনে কৈলাসহর-কুমারঘাট রাস্তা অবরোধ করলেন স্থানীয় জনগণ। রাস্তার দুপাশে ড্রেন না থাকার ফলে গ্রামের প্রতিটি বাড়ি ঘরের ভিতরে সারাবছর ধরে জল থাকলেও স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষ কিংবা স্থানীয় প্রশাসনের কোন হেলদোল নেই। শুধু তাই নয়, ড্রেন না থাকার ফলে গ্রামের কয়েক একর জমি সারা বছর জলমগ্ন হয়ে থাকার ফলে কৃষকরা জমিতে চাষ করতে পাড়ছেন না।

বিগত চার বছর ধরে গ্রামবাসীরা কয়েকবার প্রশাসনের দারস্থ হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানান গ্রামবাসীরা। তাই, স্থানীয় প্রশাসনের উপর আস্থা হারিয়ে পাকা ড্রেন নির্মাণ এবং রাস্তা সংস্কারের দাবীতে অবরোধে সামিল হয়েছেন গ্রামবাসীরা।

শুক্রবার গৌরনগর গ্রাম পঞ্চায়েতের দুই নং ওয়ার্ডের এবং তিন নং ওয়ার্ডের জনগণ একত্রিত হয়ে সকাল দশটা থেকে গৌরনগর ব্লকের সামনে কৈলাসহর-কুমারঘাট রাস্তা অবরোধ শুরু করেন। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের স্বার্থে সরকার রাস্তা নির্মাণ করলেও জল নিকাশী ব্যবস্থা উন্নত না থাকায় গৌরনগর গ্রাম পঞ্চায়েতের দুই নং এবং তিন নং ওয়ার্ড এলাকায় এই সমস্যা হয়েছে বলে অবরোধকারী গ্রামবাসীরা জানান।

এই পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে আসে কৈলাসহর থানার পুলিশ ও টি.এস.আর বাহিনী। ঘটনার খবর মহকুমা শাসকের কাছে পৌঁছলে ঘটনাস্থলে আসে কৈলাসহরের মহকুমা শাসক প্রদীপ সরকার এবং অতিরিক্ত মহকুমা শাসক নবকুমার জামাতিয়া। অবরোধকারীরা অভিযোগ করেন, গৌরনগর গ্রাম পঞ্চায়েতের উপর দিয়ে কৈলাসহর- কুমারঘাটের ডাবল লেনের নতুন রাস্তা গত চার বছর পূর্বে নির্মাণ হলেও রাস্তার দুপাশে ড্রেন না করায় গৌরনগর গ্রাম পঞ্চায়েতের দুই ও তিন নং ওয়ার্ড এলাকায় সামান্য বৃষ্টিতেই অনেকের বাড়ি ঘরে জল ঢুকছে। এছাড়াও এই গৌরনগর গ্রাম পঞ্চায়েতের উপর দিয়ে কৈলাসহর- কুমারঘাটের পুরানো রাস্তাটির বেহাল অবস্থা। রাস্তার দুপাশে পাকা ড্রেন নির্মাণ এবং রাস্তা সংস্কারের লিখিত আশ্বাস জেলাশাসকের কাছ থেকে না আসলে গ্রামবাসীরা অবরোধ প্রত্যাহার করবে না বলে মহকুমাশাসক প্রদীপ সরকারকে জানানোর পর মহকুমাশাসক প্রদীপ অবরোধস্থল থেকে চলে যান।

গ্রামবাসীরা আরও বলেন যে, ঊনকোটি জেলার জেলাশাসক, গৌরনগর আর.ডি ব্লকের বিডিও এবং কৈলাসহরের মহকুমাশাসককে কয়েকবার লিখিতভাবে জানানোর পরও কাজের কাজ কিছুই হয়নি।বর্তমানে তারা এই বিষয়টি চন্ডিপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্য সরকারের মন্ত্রী টিংকু রায় ও কৈলাসহর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বীরজিৎ সিনহাকেও লিখিতভাবে জানিয়েছেন বলে জানান এলাকাবাসীরা।
শুক্রবার একপ্রকার বাধ্য হয়ে এলাকাবাসীরা, গৌরনগর এলাকায় কৈলাসহর-কুমারঘাট সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন।, সকাল দশটা থেকে অবরোধ শুরু হয়ে দুপুর তিনটা অব্দি অবরোধ চলছে। জেলাশাসকের লিখিত আশ্বাস না পেলে কিংবা জেলাশাসক অবরোধস্থলে এসে অবরোধকারীদের সাথে কথা বলা অব্দি অবরোধ চালিয়ে যাওয়া হবে বলে জানান অবরোধকারীরা। এই অবরোধের ফলে রাস্তার দুপাশে প্রচুর যানবাহন আটকে যায়।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *