১১ জন মন্ত্রীকে নিয়ে টানা তৃতীয় মেয়াদে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন পেমা খান্ডু

অনলাইন ডেস্ক, ১৩ জুন।। ১১ জন মন্ত্রীকে নিয়ে টানা তৃতীয় মেয়াদে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন পেমা খান্ডু। এছাড়া উপমুখ্যমন্ত্রী পদে দ্বিতীয় মেয়াদে শপথ নিয়েছেন চাওনা মেইন। রাজধানী ইটানগরে অবস্থিত দর্জি খান্ডু কনভেনশন সেন্টারে আজ বৃহস্পতিবার সকাল ১১টায় এক মহিলা সহ সপার্ষদ মুখ্যমন্ত্রীকে পদ ও গোপনীয়তার শপথবাক্য পাঠ করিয়েছেন রাজ্যপাল লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) কে টি পার্নায়েক।

রাজ্যর মন্ত্রিপরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান মঞ্চে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা, কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু, তিন মুখ্যমন্ত্রী যথাক্রমে অসমের ড. হিমন্তবিশ্ব শর্মা, মণিপুরের নংথমবাম বীরেন সিংহ, সিকিমের প্রেমসিং তামাং, রাজ্যের নির্বাচনী প্রভারী তথা অসমের পরিষদীয় মন্ত্রী অশোক সিংহল, বিজেপির প্রদেশ সভাপতি বিউরাম ওয়াহেগে সহ বেশ কয়েকজন প্রদেশস্তরের শীর্য নেতা। এছাড়া দর্শকাসনে ছিলেন বিজেপির সব বিধায়ক সহ অসংখ্য দলীয় প্রদেশস্তরের নেতা, কাৰ্যকৰ্তা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ।

প্রসঙ্গত, পেমা খান্ডু অরুণাচল প্রদেশের একাদশ মুখ্যমন্ত্রী হয়েছেন।আজ ক্যাবিনেট মন্ত্রী পদে যাঁরা শপথ নিয়েছেন তাঁদের মধ্যে বাইরাম ওয়েজ, নিয়াতো দুকাম, গ্যাব্রিয়েল ডি ওয়াংচু, ওয়াংকি লোয়াং, পিডি সোনা, মামা নাতুং, দাসাংলু পুল, বালো রাজা, কেনতো জিনি, ওজিং তেইসিং প্রমুখ।

এদিকে ইতিহাস তৈরি করে প্রায় দুই দশক পর ৪৫ নম্বর হায়ুলিয়াং আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত মহিলা বিধায়ক দাসাংলু পুল অরুণাচল প্রদেশ সরকারের মন্ত্রী পদে শপথ নিয়েছেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *