উদয়পুর, ৮ জুন : স্ত্রী, ছেলে মেয়ে নিয়ে বেঁচে থাকার জন্য মূখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখলেন গোমতী জেলার উদয়পুরের আলমগীর সরকার।দীর্ঘ দিন ধরে অসুস্থ হয়ে বাড়ি ঘরে আছেন উদয়পুর পশ্চিম খিলপাড়া নানুয়া দীঘির পাড়ের বাসিন্দা আলমগীর সরকার। এক ছেলে, এক মেয়ে ও স্ত্রী নিয়ে খুবই কষ্টের মধ্যে জীবন যাপন করছেন।
আলমগীর সরকার জানান, একটা সময় তিনি উদয়পুর শহরে রিকশা চালিয়ে জীবন ধারন করতেন। স্ত্রী সাগরিকা বিবি, ছেলে জুলুস মিয়া সরকার, কন্যা রিমুনা বেগমকে নিয়ে বর্তমানে সংসার চালানো খুবই কষ্টকর হয়ে পড়েছে। বর্তমানে আলমগীর সরকার অসুস্থ। আগের মতো রিকশা চালাতে পারেন না। মানুষের সাহায্যে বর্তমানে বেঁচে আছেন। ছেলে জুলুস মিয়া সরকার দ্বাদশ শ্রেণীতে ও মেয়ে রিমুনা বেগম ষষ্ঠ শ্রেণীতে উদয়পুর খিলপাড়া স্কুলে পড়াশোনা করছে।
অর্থনৈতিক অবস্থা ভাল না বলে ছেলে মেয়েদের খাতা কলম বই কিনে দিতে পারছেন না তেমনি তাদের মুখে খাবারও নিয়মিত ভাবে তুলে দিতে পারছে না বলে জানান। একটি বিপিএল কার্ড থাকলে ও অন্যদের মতো সাহায্য সহযোগিতা পাচ্ছেন না। মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার কাছে আলমগীর সরকার আবেদন করেন তিনি যেন তাদের বেঁচে থাকার জন্য ছেলেমেয়েদের পড়াশোনা চালিয়ে যাবার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেন।