আমবাসা, ১ জুন : ত্রিপুরায় রেল পরিষেবা সম্প্রসারণ হচ্ছে দিনেদিনে। যোগাযোগ ব্যাবস্থার ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন হয়েছে। কিন্তু রেল পরিষেবার ক্ষেত্রে এখনো কিছু কিছু ত্রুটি রয়ে গেছে। ত্রিপুরার অন্যতম একটি রেলস্টেশন হল মনু। গত কয়েকদিন যাবৎ এই স্টেশন টিকিট সংগ্রহ প্রক্রিয়া বিঘ্নিত হচ্ছে। তাতে যাত্রীদের চরম হয়রানির শিকার হতে হচ্ছে।
জানা গিয়েছে, রেল পরিষেবা যেমনি হোক না কেন যাত্রীরা পরিষেবা সঠিকভাবে পাচ্ছেন না। প্রত্যেক দিনই যাত্রীরা দাঁড়িয়ে থাকতে হচ্ছে রেলস্টেশনের কাউন্টারের সামনে টিকিটের জন্য।শনিবার এমনই চিত্র দেখা গেল মনু রেল স্টেশনে।সেখানে যাত্রীরা টিকিটের জন্য ভোর থেকে দাঁড়িয়ে থেকেও হাতে টিকিট না পেয়ে চূড়ান্ত হয়রানির শিকার হচ্ছেন।
যাত্রীরা রেলে টিকেট কেটে না উঠলেতাদের দিতে হয় জরিমানা। কিন্তু টিকিট কাউন্টারের চরম অবহেলায় যাত্রীরা প্রতিনিয়ত হেনস্থার শিকার হচ্ছেন। মনু রেল স্টেশনের টিকিট কাউন্টার এক আধিকারিককে প্রশ্ন করা হলে তিনি জানান টিকিট কাউন্টারের যে মেশিন দিয়ে প্রিন্টিং করা হয় সেই মেশিন বেশ কয়েকদিন যাবৎ বিকল হয়ে আছে। এই বিষয়ে উর্ধতন আধিকারিকদের জানানোর পরেও কোন কাজ হচ্ছে না। রেলস্টেশনের আধিকারিকদের গাফিলতির কারণে প্রতিনিয়ত হেনস্থার শিকার হচ্ছেন যাত্রীরা।