বিদ্যুৎ সমস্যা নিয়ে অভিযোগ জানাতে গিয়ে অফিসের কর্মীর হুমকির মুখে এলাকার মহিলারা

লংতরাইভ্যালী, ১ জুন: দীর্ঘদিনের বিদ্যুৎ সমস্যা নিয়ে শনিবার অভিযোগ জানাতে গিয়ে বিদ্যুৎ নিগমের কর্মীর হুমকির মুখে এলাকার মহিলারা। বিদ্যুৎ নিগমের কর্মীর হুমকির ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই টেলিফোনে প্রাণনাশের হুমকি। ঘটনা ধলাই জেলার লংতরাইভেলী মহকুমার মনু এফইডিসিও অফিসে।

জানা গিয়েছে, দীর্ঘদিন যাবৎ ঘুঘুর বাসা লংতরাইভেলীর বিদ্যুৎ দপ্তরে। কর্মীরা মর্জিমাফিক কাজ করে যাচ্ছেন। জনগণকে বিদ্যুৎ পরিষেবা সঠিকভাবে দিচ্ছেন না। দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে শুরু করে গ্রুপ ডি কর্মীর একই অবস্থা। এলাকার মানুষকে বিদ্যুৎ পরিষেবা না পেয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তারপরও নেই কোন হেলদোল।

শনিবার দীর্ঘদিনের বিদ্যুৎ সমস্যা নিয়ে ছৈলেংটা ফিসারী পাড়ার সকল মহিলারা এফইডিসিও তথা ফিডকোর অফিসে অভিযোগ জানাতে যায়। আর তখনই অফিসের এক কর্মী যার নাম কন্দপ দেববর্মা ওরফে কাটাপ্পা মহিলাদের সাথে বাজে ব্যবহারের পাশাপাশি অফিস থেকে বের হয়ে যাওয়ার হুমকি দিতে থাকে। অফিস কর্মীর এই ধরনের আচরণ দেখে অভিযোগ জানাতে আসা মহিলারা হতবাক হয়ে যান।

একজন বিদ্যুৎ দপ্তরের কর্মী এইভাবে মহিলাদের সাথে হুমকি প্রদর্শন করবেন তা কখনো কেউ মেনে নিতে পারবে না। দপ্তরের কর্মীর এ ধরনের আচরণে তার অপসারণের দাবি তুলছেন ফিসারি পাড়ার মহিলারা। এই হুমকির ভিডিও সামাজিক মাধ্যমে চাউর হতেই বিদ্যুৎ দপ্তরে কর্মী কন্দপ দেববর্মা টেলিফোন প্রাণনাশের হুমকি দিতে থাকে এলাকার লোকজনকে। এই ধরনের ঘটনায় তার বিরুদ্ধে শাস্তির দাবি তুলছেন জনগণ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *