ঘূর্ণিঝড় রেমালার প্রভাবে উত্তর ত্রিপুরায় ভারী বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় চাষীরা

কদমতলা, ২৯ মে : উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার অন্তর্গত সরলা গ্রাম পঞ্চায়েতের অধীন মহেশপুর গ্রামে তিনদিনের বৃষ্টিতে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে এই এলাকার কৃষকদের। দুশ্চিন্তায় রয়েছেন চাষীরা।

জানা গিয়েছে, মহেশপুর গ্রাম হল কৃষি প্রধান এলাকা। সারা বছরই এখানকার কৃষকরা সব্জি উৎপাদন করেন। ঘূর্ণিঝড় রেমালার প্রভাবে গত তিন দিন ধরে প্রচন্ড বৃষ্টিপাত হয় উত্তর জেলায়। এই কারণেই নীচু জমিতে বৃষ্টির জল দাঁড়িয়ে যায় এবং সেজন্য এই এলাকার শাকসব্জি নষ্ট হয়ে গিয়েছে।

মহেশপুর গ্রামের কৃষক নুরুদ্দীন জানান, তার দুই কানি জায়গায় এবার ঝিঙ্গা চাষ ও শশা চাষ করেছিলেন।কিন্তু বৃষ্টির কারণে জমিতে জল জমে সমস্ত ফসল নষ্ট হয়ে গিয়েছে। তাছাড়া তিনি মৎস্য চাষ করেন। বৃষ্টির কারণে জল বেড়ে গিয়ে মাছ সব চলে গেছে জলাশয় থেকে। এমন ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছেন আরও অনেক চাষীকে। ক্ষতিগ্রস্থ চাষীরা সরকারি সহায়তা দাবী করেছেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *