কদমতলা, ২৯ মে : চার দিন ধরে এলাকায় বিদ্যুৎ না থাকায় পানীয় জলের সমস্যা থেকে শুরু করে বিভিন্ন সমস্যার কারণে এবার পথ অবরোধে সামিল গ্রামের সাধারণ মানুষ। ঘটনা বুধবার সকাল দশটায় উত্তর জেলার কদমতলা থানাধীন ধর্মনগর থেকে কদমতলা যাওয়ার মূল সড়কের উপর লালছড়া বাজারে।
এই বিষয়ে পথ অবরোধকারী গ্রামের মানুষ জানিয়েছেন, গত চারদিন ওই এলাকার ইছাই লালছড়া গ্রাম পঞ্চায়েতের অধীন পূর্ব লালছড়া চার নম্বর ওয়ার্ড, ইছাই লালছড়া ছয় নম্বর ওয়ার্ডের লালছড়া বাজার এবং জালাইবাড়ি তিন নম্বর ওয়ার্ড, টুলগাউ, লক্ষ্মীনগর, গৌরীপুর এলাকায় বিদ্যুৎ নেই। এই নিয়ে বহু বার বিদ্যুৎ দপ্তরকে অবগত করা হয়েছে। কিন্তু তারা কোন পদক্ষেপ গ্রহণ করেনি। তাই তারা বাধ্য হয়ে পথ অবরোধ করে আন্দোলনে সামিল হয়েছেন।
এদিকে এই ঘটনার খবর পেয়ে অবরোধস্থলে ছুটে আসে কদমতলা থানার পুলিশ সহ ধর্মনগর বিদ্যুৎ দপ্তরের ফিডার দুই এর ম্যানেজার নিতিশ কুমার। তিনি গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়েন। পরবর্তীতে পুলিশের মধ্যস্থতায় গ্রামবাসীদের সাথে আলোচনাক্রমে বিদ্যুৎ লাইন সারাইয়ের কাজ শুরু হয়। বেলা দুইটা নাগাদ ওই এলাকাগুলিতে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়। গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়ে মই ছাড়াই বিদ্যুতের খুঁটিতে উঠে পড়ে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। এরপর আন্দোলন প্রত্যাহার করে গ্রামবাসীরা। তবে এই আন্দোলনের ফলে রাস্তার দুই পাশে যানবাহন আটকে পড়ায় জনদুর্ভোগ চরমে পৌঁছে।