আগরতলা, ১৯ এপ্রিল।। লোকসভা নির্বাচনে প্রথম দফার ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ১৯ এপ্রিল তথা শুক্রবার ভোট গ্রহণ শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা ভোট দিয়ে তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন। নাগরিক কর্তব্যের অনুভূতির সাথে তিনি এই গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিতে রাজধানী আগরতলা শহরের মহারানী তুলসীবাতি গার্লস স্কুল ভোট কেন্দ্র পরিদর্শন করেন ও ভোটাধিকার প্রয়োগ করেন।
বিরোধীদের দ্বারা উত্থাপিত নির্বাচনী অনিয়মের অভিযোগের জবাবে, মুখ্যমন্ত্রী ডাঃ সাহা নির্বাচনে প্রহসনের ধারণাকে উড়িয়ে দিয়েছেন।তিনি চলমান গণতান্ত্রিক উৎসবের গুরুত্বের উপর জোর দিয়েছেন এবং উল্লেখ করেছেন যে ভারতীয় নির্বাচন বিশ্বব্যাপী তাৎপর্য বহন করে। সারাদেশের নাগরিকরা এই গণতান্ত্রিক উৎসব উদযাপনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে তাদের পুরো দিনটি নির্বাচনী প্রক্রিয়ায় উৎসর্গ করেন।
আজ প্রথম দফার নির্বাচন হওয়ার সাথে সাথে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা আশা প্রকাশ করেছেন যে সমস্ত যোগ্য ভোটার শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তিনি বিরোধী পোলিং এজেন্টদের দ্বারা কোন বাধার সম্মুখীন হতে দেখেননি। কোনো অনিয়ম পরিলক্ষিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান মুখ্যমন্ত্রী।
আজ এর আগে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা ত্রিপুরার ভোটারদের কাছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটি বার্তা দিয়েছেন। ওই বার্তায় তিনি বলেন, “দেশের ১৮ তম লোকসভা গঠনের লক্ষ্যে দেশব্যাপী প্রথম পর্যায়ের নির্বাচন আজ থেকে শুরু হচ্ছে। অন্যান্য রাজ্যের পাশাপাশি ত্রিপুরাতেও পশ্চিম ত্রিপুরা লোকসভা আসন ও ৭ রামনগর বিধানসভা আসনে উপনির্বাচনে ভোট গ্রহণ পর্ব ইতোমধ্যেই শুরু হয়েছে।
আমি রাজ্যের সকল ভোটারদের গণতন্ত্রের এই মহোৎসবে রেকর্ড পরিমানে অংশগ্রহন করে রাষ্ট্রনির্মাণে সহযোগী হবার আহ্বান রাখছি। বিশেষ ভাবে তরুণ প্রজন্মের নতুন ভোটার ও মায়েদের প্রতি ভোটদানের জন্য আমার বিশেষ আহ্বান রইলো।”