তেলিয়ামুড়ায় প্রকাশ্যে মদমত্ত টিএসআর জওয়ানের ঘুরাফেরা, ছিঃ ছিঃ করলেন প্রত্যক্ষদর্শীরা

তেলিয়ামুড়া, ১৯ এপ্রিল।। প্রকাশ্যে দিবালোকে মদমত্ত অবস্থায় উর্দি পরা টি.এস.আর জওয়ানের শহরে ঘুরাফেরাকে কেন্দ্র করে চাঞ্চল্য। ঘটনা খোয়াই জেলার তেলিয়ামুড়া শহরে শুক্রবার দুপুরে।

জানা গিয়েছে, শুক্রবার তেলিয়ামুড়া শহরে পথ চলতি মানুষ সহ শহরবাসীরা দেখতে পায় এক টি.এস.আর জওয়ান আকন্ঠ মদ্যপান করে রাস্তায় ঘোরাফেরা করছে। এমন কি উর্দি গায়ে জড়িয়ে। এই ঘটনা প্রত্যক্ষ করতে পেরে সাধারণ মানুষদের মধ্যে ছিঃ ছিঃ রব উঠেছে।

প্রসঙ্গত, কয়েকমাস পূর্বেও এই টি.এস.আর জওয়ান তথা বিজয় চন্দ্র দাস করইলং এলাকায় মদমত্ত অবস্থায় তান্ডব চালিয়ে গিয়েছিল। যা প্রত্যক্ষ করেছিল স্থানীয় জনগণ। সে টি.এস.আর ৬ নং ব্যাটেলিয়ানের কর্মরত। বারবার সংবাদ মাধ্যম সহ জনগের মাঝে খাকি উর্দি পরা টি.এস.আর জওয়ান আইন বিরোধী কাজকর্ম করে থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোন ধরনের পদক্ষেপ গ্রহণ না করাতে জনমনে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *