লক্ষাধিক টাকার হেরোইন সহ ছয় যুবককে আটক করল পশ্চিম আগরতলা থানার পুলিশ

আগরতলা, ১০ এপ্রিল।। নেশা সামগ্রী সহ ছয় যুবককে গ্রেফতার করল পশ্চিম আগরতলা থানার পুলিশ৷ মঙ্গলবার রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শহরের কৃষ্ণনগর এলাকায় অভিযান চালিয়ে এই ছয়জনকে গ্রেপ্তার করেছে৷ বুধবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে রিমান্ডের আর্জি জানিয়ে৷

পশ্চিম আগরতলা থানার ওসি জানিয়েছেন, গোপন সূত্রে খবর আসে যে কৃষ্ণনগর এলাকায় কয়েকজন যুবক নেশা সামগ্রী কেনাবেচা করছে৷ এই খবর পাওয়া মাত্রই পুলিশের একটি টিম সেখানে পৌঁছে এবং ছয় যুবককে আটক করে৷ তারা হল গৌরব চক্রবর্তী, সুমন দেবনাথ, সায়ন দেব, রাকেশ দেবনাথ, প্রকাশ কর এবং পরশিব সাহা৷ তাদের হেপাজত থেকে এক প্যাকেট হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছে৷ যার কালোবাজারী মূল্য এক লক্ষাধিক টাকা হবে৷

থানায় নিয়ে গিয়ে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে যে আরও পাঁচ প্যাকেট হেরোইন ছিল৷ সেগুলি বিক্রি করে দেয়া হয়েছে৷ পশ্চিম আগরতলা থানায় একটি মামলা নেয়া হয়েছে৷ মামলার নম্বর ৪৭/২০২৪৷ মামলা হয়েছে আইপিসির ২২(বি) এবং এনডিপিএস অ্যাক্টের ২৯ নং ধারায়৷ ধৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *