উদয়পুর, ১০ এপ্রিল।। কমিউনিস্টদের কাজই হল ত্রিপুরাকে বদনাম করা। এছাড়া আর কোন কাজ নেই তাদের। তারা বলছেন ত্রিপুরাতে নাকি অভাবের তাড়নায় মানুষ সন্তান বিক্রি করছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে সমালোচনার বাণে বিদ্ধ করলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব।
বুধবার বাগমায় পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি দলের মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে তোপ দেগে বলেন, সিপিআইএম এবং কংগ্রেসের জোটকে সমর্থন করে মানিকবাবু নিজের ব্যক্তিত্বকে বিসর্জন দিয়েছে। কেরালায় রাহুল গান্ধীকে পরাজিত করতে সেখানকার কমিউনিস্টরা উঠে পড়ে লেগেছে। আর ত্রিপুরায় আশীষ কুমার সাহাকে কোলে নিয়ে ঘুরছে সিপিআইএম। তিনি বলেন কংগ্রেস পরিবার সর্বোপরি, কিন্তু ভারতীয় জনতা পার্টির কাছে জনগণ সর্বোপরি।
বিপ্লব কুমার দেব সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীকেও কটাক্ষ করে বলেন, জিতেন্দ্র চৌধুরীরাই রাজ্যে দাঙ্গা সৃষ্টি করেছিল। ধর্ষণের ঘটনা সংগঠিত করেছিল। চাঁদাবাজি করেছেন। এর জবাব আসন্ন লোকসভা নির্বাচনে চাইবে রাজ্যের মানুষ। এই বিরোধীদের সর্বশান্ত করে দেবে।