তেলিয়ামুড়া, ১০ এপ্রিল।। লোকসভা নির্বাচনের অজুহাত দেখিয়ে ব্যাঙ্কের সমস্ত পরিষেবা বন্ধ রেখে মূল ফটকে সাদা কাগজে নোটিশ সাঁটিয়ে গ্রাহকদের হয়রানি করার অভিযোগ উঠেছে। ঘটনা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক তেলিয়ামুড়া শাখায়।
২০২৪ লোকসভা নির্বাচনের অজুহাত দেখিয়ে বুধবার স্ব-ঘোষিত বন্ধের পথে হাটল পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক তেলিয়ামুড়া শাখা। সরকারি নিয়ম অনুযায়ী ১০ই এপ্রিল কোন ছুটি না থাকলেও স্ব-ঘোষিত ছুটির ডাক দিয়েছেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক তেলিয়ামুড়া শাখার ম্যানেজার। তাতে প্রচন্ডভাবে হয়রানির শিকার গ্রাহকরা।
গ্রাহকদের অভিযোগ, সরকারি নিয়ম অনুযায়ী বুধবার কোন সরকারি ছুটি নেই। কিন্তু লোকসভা নির্বাচনের দোহাই দিয়ে নিজেদের কর্ম-সংস্কৃতি লাটে তুলেছে পি.এন.বি তেলিয়ামুড়া শাখার কর্মীরা। যদিও পি.এন.বি তেলিয়ামুড়া শাখার বিরুদ্ধে প্রায়শই গ্রাহকদের হয়রানি, গ্রাহকদের সঙ্গে দুর্ব্যাবহার সহ নানা অভিযোগ কান পাতলেই শোনা যায়।
যদিও তেলিয়ামুড়ার বাদবাকি সব ব্যাঙ্কের শাখা খোলা থাকলেও ব্যতিক্রম শুধু পি.এন.বি শাখা।
তবে বৃহস্পতিবার স্বঘোষিত বন্ধ আর তারপর শুক্রবার ঈদের ছুটি, শনিবার মাসের দ্বিতীয় শনিবারের ছুটি এবং রবিবার এমনিতেই ছুটি মোটকথা গ্রাহকদের ব্যাঙ্কের পরিষেবা পেতে পেতে সেই সোমবার। ফলে চৈত্রের বাজারে আচমকাই পি.এন.বি-এর মতো ব্যাঙ্ক আচমকাই স্ব-ঘোষিত বন্ধের ফলে বিপাকে গ্রাহকরা।