জমি সংক্রান্ত বিবাদের জেরে প্রতিবেশীদের হামলায় গুরুতর আহত সত্তরোর্ধ বৃদ্ধ সহ দু’জন

আগরতলা, ২৯ মার্চ।। জমি সংক্রান্ত বিবাদের জেরে প্রতিবেশীদের হামলায় গুরুতর আহত সত্তরোর্ধ বৃদ্ধ সহ দু’জন৷ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার জিরানীয়ার এনআইটি দুই নম্বর গেইট সংলগ্ণ এলাকায়৷ আহত ব্যক্তির নাম আবু তাহের মিয়া৷ বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আহত ব্যক্তি৷

আবু তাহের মিয়ার ছেলে অভিযোগ করেছেন যে বাড়ির পাশেই তাদের আরও একটি জমি রয়েছে৷ ওই জমিতে একটি ঘরও আছে৷ সম্প্রতি প্রতিবেশী রাজীব দেববর্মা এবং রাকেশ দেববর্মা দুই ভাই ওই জমি জবরদখল করার চেষ্টা চালায়৷ এনিয়ে আবু তাহের মিয়ার পরিবারের সাথে রাজীব দেববর্মার পরিবারের বিরোধ চলছিল৷ এই ব্যাপারে জিরানীয়া থানায় একটি অভিযোগও দায়ের করা হয়েছিল৷ তখন পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই পরিবারের সাথে কথা বলে ঘটনার মিটমাট করেছিল৷

এদিকে কয়েকদিন আগে আবু তাহের মিয়া ওই জমি অন্যত্র বিক্রি করে দেন৷ বৃহস্পতিবার জমির মূল্য লেনদেন বাবাদ দশ লক্ষ টাকা আবু তাহের মিয়াকে দেয় জমি ক্রেতা৷ এই খবর পেয়ে রাজীব দেববর্মা এবং রাকেশ দেববর্মা দা লাঠি ইত্যাদি নিয়ে আবু তাহের মিয়ার বাড়িতে যায়৷ তাকে ও তার পুত্রবধূকে বেধরক মারধর করে রক্তাক্ত অবস্থায় ফেলে ঘর থেকে দশ লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে যায়৷

পরিবারের অন্যান্য সদস্যরা আহতদের উদ্ধার করে আগরতলায় জিবি হাসপাতালে নিয়ে যায়৷ আবু তাহের মিয়ার শারীরিক অবস্থা সংকটজনক বলে জানা গিয়েছে৷ গোটা বিষয়টি জানিয়ে জিরানীয়া থানায় মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন আহত আবু তাহের মিয়ার পরিবারের লোকজন৷ এদিকে, ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *