ত্রিপুরার পূর্বতন সরকার সমস্যা সৃষ্টি করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করত : মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ মার্চ।। ত্রিপুরার পূর্বতন সরকার সমস্যা সৃষ্টি করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করত। কিন্তু বর্তমান সরকার সমস্যা সমাধানের মাধ্যমে সরকারে টিকে থাকতে চায়। শুক্রবার জিরানীয়ায় বিজেপির এক সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা একথা বলেন।

জনসভায় রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন, বিরোধীরা প্রচার করে রাজ্যে আইন-শৃঙ্খলা ঠিক নেই। কিন্তু সমগ্র দেশের তথ্য বলছে আইন-শৃঙ্খলার দিক থেকে বর্তমানে ত্রিপুরা রাজ্য ভালো স্থানে রয়েছে। শুধু তাই নয়, বর্তমান সরকারের সময় সামাজিক ভাতা ৭০০ টাকা থেকে বৃদ্ধি করে ২ হাজার টাকা করা হয়েছে। বর্তমান সরকার সরকারি চাকুরির ক্ষেত্রে মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ ব্যবস্থা চালু করেছে। বিজেপি আইপিএফটি জোট সরকার প্রতিষ্ঠার পর এখনো পর্যন্ত সরকারি কর্মচারীদের ২৫ শতাংশ ডিএ প্রদান করা হয়েছে।

প্রসঙ্গত,জিরানী ব্রীজ চৌমুহনী থেকে এক বাইক রেলী সংগঠিত করা হয় পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব-এর সমর্থনে। হুড খোলা গাড়িতে করে বাইক রেলিতে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যী সহ অন্যান্য নেতৃত্ব।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *