গন্ডাছড়া, ২৯ মার্চ।। ত্রিপুরার ডম্বুর জলাশয়ে ঘূর্নিঝড়ের কবলে পড়ে নিহত চার মৎস্যজীবির শোকাহত পরিবার পরিজনদের সাথে দেখা করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা সাংসদ প্রতিমা ভৌমিক ও সাংসদ রেবতী ত্রিপুরা।
শুক্রবার রাজের দুই সাংসদ রেবতী ত্রিপুরা এবং সাংসদ প্রতিমা ভৌমিক ধলাই জেলার গন্ডাছড়া মহকুমায় ঝটিকা সফরে আসেন। গন্ডাছড়া মহকুমায় পৌঁছেই দুই সাংসদ চলে যান মহকুমার মনোরঞ্জনদাস পাড়ায়। মনোরঞ্জনদাস পাড়ায় পৌঁছে দুই সাংসদ রেবতী ত্রিপুরা এবং প্রতিমা ভৌমিক একে একে প্রয়াত চার মৎস্যজীবির বাড়িতে যান এবং অসহায় পরিজনদের সঙ্গে কথা বলেন। অকালে প্রয়াত চার মৎস্যজীবি পরিবারের লোকজনদের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠে।
শোকাহত চার পরিবারের সদস্যদের দুঃখ কষ্ট ভাগ করে কোলে আগলে নেন দুই সাংসদ। রাজ্যের সকলের প্ৰিয় দুই সাংসদ রেবতী ত্রিপুরা এবং সাংসদ প্রতিমা ভৌমিক অশ্রুসিক্ত নয়নে অসহায় পরিবার পরিজনদের আশ্বাস দেন আমরা আছি এবং থাকবো। অসহায় মানুষের পাশে বর্তমান রাজ্য এবং কেন্দ্রীয় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনী বিধিনিষেধ মেনে সাংবাদিকদের সঙ্গে কোন কথা বলেননি দুই সাংসদ। তবে দুই সাংসদের চার অসহায় পরিবারের খোঁজ খবর নেওয়ায় খুশী সংশ্লিষ্ট এলাকার সকল অংশের মানুষ।
প্রসঙ্গত শনিবার রাতে প্রবল ঘূর্ণি ঝড়ের কবলে পড়ে কেইস কালচার উল্টে ডুম্বুর জলাশয়ের চার মৎস্যজীবীর অকালে মৃত্যু ঘটে। উক্ত চার মৎস্যজীবির অকালে মৃত্যুর ঘটনায় গোটা মহকুমায় শোকের ছায়া নেমে আসে। প্রয়াত মৎস্যজীবি পরিবারের পাশে দাঁড়িয়েছেন সংশ্লিষ্ট মনোরঞ্জনদাস পাড়ার সকল অংশের মানুষজন। ওই অসহায় পরিবার পরিজনদের দেখতে ছুটে গিয়েছেন সিপিআইএম নেতৃত্ব যে যেভাবে পারেন সাধ্য অনুযায়ী সাহায্য করেই চলেছেন। ওই অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন জন্মান্ধ উত্তম লোধ।