তেলিয়ামুড়ার চামপ্লাই এলাকায় শ্বশুরবাড়িতে চুরি করতে এসে এলাকাবাসী হাতে আটক জামাই

তেলিয়ামুড়া, ২৯ মার্চ।। শ্বশুর বাড়িতে চুরি করতে এসে এলাকাবাসী হাতে আটক জামাই। বর্তমানে জায়গা হলো শ্রীঘরে। ঘটনা বহস্পতিবার রাতে খোয়াই জেলার তেলিয়ামুড়া থানাধীন নয়নপুর চামপ্লাই এলাকায়।

জানা গিয়েছে, চামপ্লাই এলাকার বাসিন্দা রনধীর রায়ের মেয়ের জামাই সুখরঞ্জন রায় শ্বশুরবাড়িতে শ্বশুরের অবর্তমানে অন্য আরেকজনকে সাথে নিয়ে ঘরের তালা ভাঙ্গে বলে অভিযোগ। এরপর ঘরের আলমিরা, সোকেস ভাংচুর করে জিনিস পত্র নিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসীর নজরে আসতেই আটক করে জামাই সুখরঞ্জন সহ তার সঙ্গীকে।

জানা যায় সুখরঞ্জন তেলিয়ামুড়া থানাধীন হাওয়াইবাড়ি এলাকার বাসিন্দা। কোন এক পারিবারিক ঝামেলার কারণে শাশুড়িও এই বাড়িতে থাকে না। শ্বশুরও প্রায়ই বাড়ি খালি রেখে বেরিয়ে যায়। অন্যদিকে শ্বশুরের সহজ সরলতার সুযোগ নিয়ে এর আগেও জামাই চুরি করে গরু সহ মূল্যবান জিনিস।

বৃহস্পতিবারও শ্বশুর যখন বাড়িতে ছিলেন না সেই সুযোগে চুরি করতে আসে। এলাকবাসী আগে থেকেই তার উপর নজর রাখছিল। কিন্তু হাতানাতে পাকড়াও করতে সক্ষম হয়নি। এদিন আর এলাকাবাসীর নজর এড়াতে সফল হয়নি জামাইবাবু। শেষে স্থানীয় বাসিন্দারা জমাই এবং তার সঙ্গীকে আটক করে তেলিয়ামুড়া থানার পুলিশের হাতে তুলে দেয়।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *