বিলোনিয়া, ২৯ মার্চ।। লোকসভা নির্বাচনের মুখে তিন বাংলাদেশী নাগরিক আটক ৪৩ নং ব্যাটালিয়ন সীমান্ত রক্ষী বাহিনীর হাতে। ধৃতদের কাছ থেকে পাওয়া যায় ভুয়ো অনেক নথিপত্র। পাশাপাশি এই বাংলাদেশীদের সাথে পাচার বাণিজ্যে যুক্ত এক ভারতীয় নাগরিককেও আটক করেছে সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা।
জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ৪৩ নং ব্যাটালিয়ন বিএসএফ জওয়ানরা ওৎপেতে বসে থাকে দক্ষিণ ত্রিপুরা জেলার রাজনগরের পি আর বাড়ি থানাধীন সমরেন্দ্রনগর ভারত বাংলা সীমান্তবর্তী এলাকায়। ঘন্টা খানেক ওৎ পেতে থাকার পর সমরেন্দ্রনগর ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কাঁটাতারের বেড়া পেরিয়ে তিন বাংলাদেশী নাগরিক অবৈধভাবে প্রবেশ করার সময় সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা তাদের ধরে ফেলে। পাশাপাশি পাচার কাজে যুক্ত এক ভারতীয় নাগরিককেও ধরে ফেলে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা।
এরপর ৪৩ নং সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা আটক তিন বাংলাদেশী সহ পাচারকাজে যুক্ত ভারতীয় নাগরিককে পি আর বাড়ি থানার পুলিশের হাতে তুলে দেয়। তিন বাংলাদেশী অবৈধভাবে অনুপ্রবেশের কারণে পুলিশ তাদেরকে গ্রেফতার করে পাসপোর্ট এক্টের মামলা নিয়ে বুধবার দুপুর দুইটা নাগাদ বিলোনিয়া আদালতে সোপর্দ করে তিন বাংলাদেশি সহ পাচার বানিজ্যে যুক্ত ভারতীয় যুবককে। আদালত দুই দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে।