মেলাঘর, ২৯ মার্চ।। জমি দখলকে কেন্দ্র করে দুষ্কৃতিকারীদের হাতে আক্রান্ত ১০০ বছর বয়সী বৃদ্ধ মহিলা সহ উনার ছেলে। জানা গেছে মেলাঘর থানার অন্তর্গত মোহনভোগ এলাকার রাবিয়া বিবি দীর্ঘ ৩০ বছর ধরে নিজের জোত জমিতে বাড়ি ঘর বানিয়ে বসবাস করে আসছিল। হঠাৎই একই এলাকার মুখলেস মিয়া ও তার ছেলে মুক্তল হোসেনের নজর পড়ে ওই ১০০ বছর বয়সী বৃদ্ধ রাবিয়া বিবির জোত জমিতে।
মুখলেস মিয়া ও তার ছেলে মুক্তল হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশল অবলম্বন করে আসছিল বৃদ্ধ মহিলার জোত জমিটি কব্জা করার জন্য। কিন্তু কোনভাবেই তা সম্ভব হয়ে উঠছিল না তাদের। পরে বৃহস্পতিবার মুখলেস মিয়া ও তার ছেলে মুক্তল হোসেন তাদের দলবল নিয়ে ওই বৃদ্ধ মহিলা সহ উনার ছেলে আবুল কালাম এর সাথে ঝগড়া বিবাদ শুরু করে। একসময় মুখলেস মিয়া ও তার ছেলে মুক্তল হোসেন দলবল নিয়ে আক্রমণ চালায় আবুল কালামের উপর।
ছেলেকে বাঁচাতে ১০০ বছরের বৃদ্ধা রাবিয়া বিবি এগিয়ে আসলে তার উপরেও দুষ্কৃতিকারীরা আক্রমণ করে। এলাকাবাসীরা প্রতিবাদ জানাতেই দুষ্কৃতিকারীরা ঘটনাস্থল থেকে গা ঢাকা দেয়। পরে আক্রান্তকারী আবুল কালাম বৃহস্পতিবার রাতে মুখলেস মিয়া ও তার ছেলে মুক্তল হোসেনের বিরুদ্ধে মেলাঘর থানায় লিখিত অভিযোগ দায়ের করে।
সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আবুল কালাম দুষ্কৃতিকারীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি এলাকাবাসীদের পক্ষ থেকেও এই ঘটনার তীব্র নিন্দা জানানো সহ দুষ্কৃতিকারীদের কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে।