আগরতলা, ২৪ মার্চ।। শনিবার রাতে আচমকা শিলাবৃষ্টির সাথে শুরু হয় প্রবল ঝড়। যার ফলে সিপাহীজলা জেলার সোনামুড়া মহাকুমার অন্তর্গত বিভিন্ন এলাকার জমির ফসল থেকে শুরু করে বিদ্যুৎ নিগম সহ মানুষের বাড়ি ঘরের ব্যাপক ক্ষতি হয়।
শনিবার রাতের এই প্রবল ঝড়ের ফলে সোনামুড়া মহকুমার বিভিন্ন এলাকার বিদ্যুতের খুঁটি ভেঙ্গে মাটিতে পড়ে যায়। আবার কোন কোন জায়গায় গাছ পড়ে বিদ্যুতের তার ছিড়ে বিদ্যুৎ ব্যবস্থার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তার পাশাপাশি কিছু বাড়ি ঘর ভেঙ্গে পড়েছে। ঠিক একইভাবে মেলাঘর কলমক্ষেত গ্রাম পঞ্চায়েতের ৩ নং ওয়ার্ডের মমতাজ মিয়ার পরিবার যে ঘরে থাকেন সেই ঘরটির ছাউনি শনিবার রাতের প্রবল ঝড়ে উড়ে যায়। খবর পেয়ে রবিবার সকালে পঞ্চায়েত প্রতিনিধি সহ তহসিলদার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলি যাতে সরকারি সাহায্য সহযোগিতা পায় তার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে অবগত করবেন বলে জানিয়েছেন।
এদিকে, শনিবার রাতে ঝড়ের ধমকা হাওয়ার এক মুহূর্তের মধ্যে লণ্ডভন্ড কল্যাণপুরের বিভিন্ন গ্রাম। ঝড়ের দাপটে বহু বাড়িঘর, গাছপালা, বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে। কোথাও কোথাও বেশ কয়েকজন আহত হওয়ারও খবর পাওয়া গেছে।
জানা গেছে, শনিবার রাত সাড়ে আটটা নাগাদ আচমকা ঝড় শুরু হয়। ঝড়ে বিভিন্ন গ্রামবাসীদের বাড়ি ঘরের টিনের ছাউনি, সিমানার বেড়া ভেঙে পড়ে। ভেঙ্গে পড়ে গাছপালা ও বিদ্যুতিক খুঁটি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি ঘিলাতলি, কমলনগর, উত্তর কমলনগর, উত্তর ঘিলাতলি, পূর্ব কল্যাণপুর, কুঞ্জবন এলাকায়।
পূর্ব কুঞ্জবন পঞ্চায়েতের গোপালনগর গ্রামে ঝড়ের দাপটে জনৈক কৃষক পরিবার সর্বস্বান্ত হয়েছে। গ্রামের বাসিন্দা প্রবোধ রুদ্রপালের খামারবাড়িতে বিশালাকার ছাগল ফার্মের চারটি ঘর নষ্ট হয়। পরে ফার্মের সমস্ত ছাগল উধাও হয়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় লক্ষাধিক টাকা বলে জানান গৃহকর্তা। ইতিমধ্যে প্রশাসনের কাছে সহযোগিতার দাবি করে ক্ষতিগ্রস্তরা। এবং বিদ্যুহীন হয়ে আছে বহু গ্রাম।