বক্সনগর, ২০ মার্চ।। অল্পের জন্য রক্ষা পেল অটো চালকসহ একাধিক যাত্রী। কাঁঠালিয়া ব্লকের জনবহুল গ্রাম হল নিদয়া গ্রাম পঞ্চায়েত। ১৩ টি ওয়ার্ড নিয়ে রয়েছে এই পঞ্চায়েতটি। তার মধ্যে সবচেয়ে বড় এবং জনবহুল চানপুর পাড়া। জাতি উপজাতি মিশ্র জনবসতি শতাধিক পরিবার রয়েছে ওই পাড়াতে। সোনামুড়া এবং বিলোনিয়া বাইপাস সড়ক থেকে পশ্চিম দিকের টিলাভূমির উপরে জনবসতি পাড়া।
যোগাযোগের একমাত্র সড়ক পথ একটাই। বাম সরকারের আমলে পাড়াতে ইট সোলিং করা হয়েছিল। বর্তমান সরকারের আমলে সংস্কারের যথেষ্ট প্রয়োজন ছিল। সংস্কার করার জন্য স্থানীয় পঞ্চায়েত এবং কাঁঠালিয়া ব্লক পঞ্চায়েত সমিতির কাছে বহুবার স্থানীয় মানুষ দাবি জানিয়েছিল যে, পাড়ার রাস্তা গুলি যেন সংস্কার করা হয়। কারণ,পাড়াতে বেশ কয়েকটি সড়ক পথ রয়েছে সবগুলির অবস্থা বেহাল। এই নিয়ে দুর্ভোগ দীর্ঘদিন ধরে ওখানকার মিশ্র বসতি পরিবার গুলির। দাবি জানালে শুধু প্রতিশ্রুতিই একমাত্র ভরসা। বাস্তবে রাস্তা সারাইয়ের কোন উদ্যোগ নেই।
জানা যায় ২০মার্চ চানপুর পাড়ায় একটি অটো গাড়ি গিয়েছিল যাত্রী ও কিছু মালামাল আনার জন্য। এদিন ছিল নিদয়া হাট বার। চানপুর পাড়ার টিলা ভূমির সড়ক পথ ধরে বাইপাস সড়কে আসার উদ্দেশ্য ছিল। এই সময় হঠাৎ করে ভাঙ্গা রাস্তায় পড়ে গিয়ে অটো গাড়িটি অল্পের জন্য রক্ষা পায়। অটো গাড়িতে বেশ কিছু মালামাল ছিল সবকিছুই লণ্ডভণ্ড হয়ে যায়। গাড়িতে চালকসহ একাধিক যাত্রী ছিল সবাই কমবেশি আঘাত পায়।
শুধু যে,চানপুর পাড়া তাই নয়। নিদয়া গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় ওয়ার্ডের রাস্তাই ভগ্ন দশা হয়ে আছে। বর্ষা শুরু হলে অবস্থা বড়ই করুন হবে। যানবাহন চলাচল দূরের কথা,খালি পায়ে হাঁটাচলা করাটাও মানুষের পক্ষে দুষ্কর হবে। তাই স্থানীয় মানুষ সংবাদকর্মীকে কাছে পেয়ে গ্রামীন রাস্তার বাস্তব দৃশ্যগুলি তুলে ধরে খোলামেলা আলোচনা করলেন স্থানীয় পরিবারগুলি।