গন্ডাছড়া, ২০ মার্চ।। প্রায় প্রতিদিন গন্ডাছড়া মহকুমায় যান দুর্ঘটনা ঘটছেই। কেউ কেউ হাত পা ভেঙে হাসপাতালে, আবার কেউ কেউ অকালে প্রাণ হারাআ্ছেন। কিন্তু গন্ডাছড়া মহকুমায় কিছুতেই যান দুর্ঘটনা বাড়ছে বই কমছে না। বুধবারও মহকুমায় তিনটি যান দুর্ঘটনা ঘটে। এরমধ্যে প্রথম দুর্ঘটনাটি ঘটে বুধবার সকাল দশটায়।
জানা গিয়েছে, আগরতলা থেকে টি আর ০৩-১৪৫৭নম্বরের একটি যাত্রীবাহী বাস গন্ডাছড়া মহকুমায় প্রবেশ করছিল। অপরদিকে গন্ডাছড়া মহকুমা সদর থেকে সীমান্ত রক্ষী বাহিনীর জে এইচ ০২এবি ৫৫৪৮নম্বরের একটি গাড়ী অমরপুরের দিকে যাচ্ছিল। সকাল দশটা নাগাদ গন্ডাছড়া মহকুমার বঙ্করঘাট এলাকায় ওই দুইটি গাড়ীর মুখোমুখি সংঘর্ষ ঘটে। দুই গাড়ীর সংঘর্ষে বিকট শব্দে আশপাশের লোকজন ছুটে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ এবং অগ্নি নির্বাপক দপ্ততরের কর্মীরা। আহতএকজনকে আনা হয় গন্ডাছড়া মহকুমা হাসপাতালে।
ওই আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসার পর বাড়িতে পাঠানো হয়। উক্ত দুর্ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এদিকে বুধবারই গন্ডাছড়া মহকুমার নারায়ণপুর চৌমুহনি বাজার এলাকায় এবং বড়বাড়িতে দুইটি বাইক দুর্ঘটনা ঘটে বলে সংবাদ। ছোট মহকুমা, তারপরও যানবাহন কম নয়। ট্রাফিক পুলিশ ব্যাবস্থা ঠিকঠাক না থাকায় এই সব যান দূর্ঘটনা ঘটছে বলে স্থানীয় জনগণ জানিয়েছেন।