সোনামুড়ায় শিশু নিখোঁজের ঘটনায় তৎপর হল রাজ্য শিশু সুরক্ষা ও অধিকার কমিশন

বক্সনগর, ২০ মার্চ।। সিপাহীজলা জেলার সোনামুড়া থানার অন্তর্গত উরমাই গ্রাম পঞ্চায়েতের দেবনগর এলাকায় ১০ বছরের শিশু নিখোঁজের ঘটনায় তদন্তে নামল ত্রিপুরা রাজ্য শিশু সুরক্ষা ও অধিকার কমিশন এবং মেলাঘরের সিডিপিও।

জানা গেছে, গত রবিবার ওই এলাকার প্রদীপ দাসের ১০ বছরের শিশু সন্তান রাহুল দাস তার মায়ের সাথে পার্শ্ববর্তী জঙ্গলে লাকড়ি আনতে যায়। সেখান থেকে রাহুল দাস নিখোঁজ হয়ে যায়। অনেক খোজাখুজি করে না পেয়ে সোনামুড়া থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। বুধবার বিকালে রাজ্য শিশু সুরক্ষা ও অধিকার কমিশনের চেয়ারপার্সন জয়ন্তী দেববর্মা ও সদস্যা শর্মিলা চৌধুরী এবং মেলাঘরে সিডিপিও হীরালাল দেববর্মা সোনামুড়া থানায় গিয়ে নিখুঁজ শিশুটির মা বাবা সহ পুলিশের সাথে কথা বলেন। তারা এদিন শিশুটিকে খুঁজে বের করতে পুলিশকে সব ধরনের ব্যবস্থা গ্ৰহনের অনুরোধ জানিয়েছেন। তবে ১০ বছরের শিশু নিখোঁজের ঘটনায় গোটা মহকুমা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *