আগরতলা, ২০ মার্চ।। বিভিন্ন দাবী আদায়ে আগরতলায় ট্রাফিক পুলিশের এসপি মানিক দাসের কাছে ডেপুটেশন দিলেন ইরিক্সা চালকরা। বুধবার শতাধিক ইরিক্সা চালক জড়ো হয় ট্রাফিক পুলিশ সুপারের অফিসের সামনে। পরে একটি প্রতিনিধি দল ট্রাফিক পুলিশ সুপারের সাথে মিলিত হয় এবং তাদের দাবী নিয়ে আলোচনা করেন।
ইরিক্সা চালকদের অভিযোগ আগরতলা শহরে ইরিক্সা দাঁড় করিয়ে যাত্রী উঠানামা করতে দিচ্ছে না ট্রাফিক পুলিশ। পাশাপাশি স্ট্যান্ডের ভেতরেও চলছে ভারতীয় মজদুর সংঘের নাম ভাঙ্গিয়ে দাদাগিরি। ইরিক্সা চালকদের বক্তব্য শহরে যানজট মুক্তের নামে একাধিক রাস্তা দিয়ে চলাচল করতে দেওয়া হচ্ছে না। পাশাপাশি আগরতলা শহরের কোন রাস্তায় তাদের দাঁড় করিয়ে যাত্রী উঠানামা করতে দিচ্ছে না।
ইরিক্সা চালকদের বক্তব্য হচ্ছে, যদি তাদের গাড়ি চালাতে না দেওয়া হয় তাহলে তাদের কাছ থেকে ইরিক্সার চাবি রেখে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার জন্য। নাহলে এভাবে তারা শহরে গাড়ি চালাতে পারছে না। এই সমস্যা থেকে উত্তোরন হতে ইরিক্সা চালকরা ট্রাফিক পুলিশ সুপারের সাথে আলোচনা করেন।