আগরতলা, ২০ মার্চ।। আগামী ২২ মার্চ আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে ভগবদ্গীতা পাঠ এবং ধর্মীয় সমাবেশ করবে রাষ্ট্রীয় সনাতানি সেবা সংঘ।
বুধবার আগরতলায় এই অনুষ্ঠান সম্পর্কে সাংবাদিক সম্মেলনে রাষ্ট্রীয় সনাতানি সেবা সংঘের আহ্বায়ক তথা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল বলেছেন যে রাজ্যপাল ইন্দ্রসেন রেড্ডি নাল্লু অনুষ্ঠানের উদ্বোধন করবেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহাও উপস্থিত থাকবেন বলে তিনি সাংবাদিকদের জানান।
রামপ্রসাদ পাল আরও বলেন, অযোধ্যায় অনুষ্ঠিত রাম লাল্লার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে এই ধর্মীয় সমাবেশের আয়োজন করা হয়েছে। তিনি বলেন, এই ধরনের ধর্মীয় সমাবেশের আয়োজনের উদ্দেশ্য হল হিন্দু ধর্মের প্রচার করা এবং হিন্দুদের তাদের ধর্ম ও ‘সনাতন ধর্মের’ প্রতি দায়িত্ব সম্পর্কে অবহিত করা। অনুষ্ঠানে আগরতলার বিভিন্ন মঠ ও মন্দিরের সাধু, শান্তিকালী আশ্রমের পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত চিত্ত মহারাজাসহ দেশের বিভিন্ন প্রান্তের সাধুরা অংশ নেবেন।