কমলপুরে বার্মিজ সুপারি ও আরব আমিরাতে তৈরি অরিস সিগারেট বাজেয়াপ্ত, গ্রেফতার দুই

কমলপুর, ২০ মার্চ।। ত্রিপুরায় পাচার বাণিজ্য রমরমা হয়ে উঠেছে। নেশা সামগ্রীর পাশাপাশি অন্যান্য সামগ্রী পাচার হচ্ছে। অনেক ক্ষেত্রে পুলিশ সফলতা পেলেও বহুলাংশে ব্যর্থতাই কুড়াতে হয় পুলিশকে। তারপরও পুলিশের নজরদারি অব্যাহত রয়েছে। যদিও পাচারকারীরা নানা পন্থা অবলম্বন করছে।

বুধবার ধলাই জেলার কমলপুর থানাধীন দূর্গা চৌমুহনি নাকা পয়েন্টে ধর্মনগরের দিক থেকে আসা একটি পণ্যবাহী মিনি ট্রাক থেকে উদ্ধার করা হয়েছে প্রচুর পরিমাণে সিগারেট ও সুপারি। ট্রাকের নম্বর টি আর ০৫এ ১৮৭৮। পুলিশ গাড়িটি আটক করে তল্লাশি চালানোর পর তল্লাশি করে পঞ্চাশ বস্তা বার্মিজ সুপারি ও এক বস্তা সিগারেট উদ্ধার হয়।

গাড়ি চালক ও সহ চালককে আটক করেছে পুলিশ। ধৃতরা হল চালক অমিত দাস ও সহচালক মান্না চক্রবর্তী। দুইজনের বাড়ি ধর্মনগর মহকুমায়। কমলপুর থানার ওসি সঞ্জয় লস্কর জানান, আটককৃত সামগ্রীর মধ্যে বার্মিজ সুপারির বাজার মূল্য আট লক্ষ টাকা ও আরব আমিরাতের তৈরি অরিস সিগারেটের মূল্য হবে প্রায় আটচল্লিশ লক্ষ টাকা। তিনি জানান আটক সামগ্রীগুলি তারা কাস্টমসের হাতে তুলে দিয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *