ত্রিপুরায় এবারের লোকসভা নির্বাচনে দুটি বড় জোটের একটি আকর্ষণীয় প্রতিযোগিতা

আগরতলা, ১৬ মার্চ।। লোকসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা হতেই ত্রিপুরায় রাজনৈতিক তৎপরতা জোরদারভাবে লক্ষ করা যাচ্ছে। ত্রিপুরায় এবারের লোকসভা নির্বাচনে দুটি বড় জোটের সাথে একটি আকর্ষণীয় প্রতিযোগিতা হতে চলেছে।

ক্ষমতাসীন বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ রাজ্যের প্রধান বিরোধী রাজনৈতিক দল তিপ্রা মথা একদিকে এবং অন্যদিকে সিপিআই-এম এবং কংগ্রেস বা আইএনডিআইএ জোট ময়দানে রয়েছে। ২০১৯ লোকসভা নির্বাচনের সময় ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি উভয় আসনেই সংখ্যাগরিষ্ঠ ভোটে জয়লাভ করেছিল।

তবে, এবারে বিজেপি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিককে সরিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে প্রার্থী করেছে পশ্চিম ত্রিপুরা আসনে। পূর্ব ত্রিপুরা আসনের ক্ষেত্রে বিজেপি সাংসদ রেবতী মোহন ত্রিপুরাকে সরিয়ে তিপ্রা মথার প্রতিষ্ঠাতা তথা দলের প্রাক্তন সুপ্রীমো প্রদ্যোৎ কিশোর দেববর্মার বোন কৃতি সিং দেববর্মাকে প্রার্থী করেছে। কৃতি সিং দেববর্মা সম্পূর্ণরূপে একজন অরাজনৈতিক ব্যক্তিত্ব।
কংগ্রেস পশ্চিম ত্রিপুরা আসন থেকে দলের রাজ্য সভাপতি আশিস কুমার সাহাকে প্রার্থী করেছে, যদিও সিপিআই-এম এখনও তাদের প্রার্থী ঘোষণা করেনি। জানা গিয়েছে এক-দু’দিনের মধ্যে সিপিআই-এম প্রার্থী ঘোষণা করবে।

প্রসঙ্গত, নির্বাচন কমিশনের নির্ঘন্ট অনুযায়ী পশ্চিম ত্রিপুরা (সাধারণ) লোকসভা আসনের জন্য বিজ্ঞপ্তি জারি করা হবে ২০ মার্চ, ২০২৪৷ প্রার্থীদের মনোনয়নপত্র জমা রাখার অন্তিম তারিখ হচ্ছে ২৭ মার্চ, ২০২৪৷ মনোনয়ন পরীক্ষা করা হবে ২৮ মার্চ ২০২৪ এবং মনোনয়ন প্রত্যাহারের অন্তিম তারিখ হচ্ছে ৩০ মার্চ ২০২৪৷ এই আসনে ভোট গ্রহণ করা হবে ১৯ এপ্রিল, ২০২৪৷

অন্যদিকে, পূর্ব ত্রিপুরা (তপশিলি উপজাতি সংরক্ষিত) লোকসভা আসনে বিজ্ঞপ্তি জারি করা হবে ২৮ মার্চ, ২০২৪৷ প্রার্থীদের মনোনয়নপত্র জমা রাখার অন্তিম তারিখ হচ্ছে ০৪ এপ্রিল, ২০২৪৷ মনোনয়ন পরীক্ষা করা হবে ০৫ এপ্রিল, ২০২৪ এবং মনোনয়ন প্রত্যাহারের অন্তিম তারিখ হচ্ছে ০৮ এপ্রিল, ২০২৪৷ এই আসনে ভোট গ্রহণ করা হবে ২৬ এপ্রিল, ২০২৪৷ ভোট গণনা হবে ৪ জুন, ২০২৪৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *