তেলিয়ামুড়া, ১৬ মার্চ।। লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণার প্রাক্কালে রাতের তেলিয়ামুড়ার নিরাপত্তা প্রশ্নের মুখে। খোয়াই জেলার তেলিয়ামুড়ায় সিরিজ চুরির ঘটনায় আতঙ্কিত আমজনতা। পুলিশের উপর আস্থা হারিয়ে লাঠি হাতে প্রহরা দিচ্ছেন গ্রামবাসীর।
জানা গিয়েছে, তেলিয়ামুড়া শহরে সিরিজ চুরির ঘটনায় চরম আতঙ্কে এলাকার জনগণ। গভীর রাতে চোরের দল ষোলঘরিয়া, ইচারবিল, ত্রিশাবাড়ি, নেতাজিনগর, রাজনগর ইত্যাদি এলাকায় হানা দিচ্ছে। এরপর ঘর থেকে নগদ অর্থ এবং স্বর্ণালংকার সহ মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যাচ্ছে। আতঙ্কিত সংশ্লিষ্ট এলাকাগুলির সাধারণ মানুষ। পুলিশের উপর আস্থা হারিয়ে বিভিন্ন এলাকার লোকজন নিজেরাই রাতে টহলদারি চালু করেছে।
লোকসভা নির্বাচনের মুখে এ ধরনের সিরিজ চুরির ঘটনায় আইন-শৃঙ্খলা ব্যাবস্থার উপর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন সচেতন নাগরিকরা। অভিযোগ রাতে পুলিশের টহলদারির ব্যাবস্থা এক প্রকার উঠেই গেছে। তেলিয়ামুড়ার প্রাণকেন্দ্র বলে পরিচিত অম্পি চৌমুহনী এলাকায় পুলিশ বুথই প্রতি রাতে থাকে পুলিশ শূন্য। আর এতে করেই তেলিয়ামুড়া শহর ও শহর লাগোয়া নানা জায়গায় হচ্ছে চুরি ডাকাতি সহ নানাহ অপরাধ।