যান দূর্ঘটনায় গুরুতর আহত কল্যাণপুরের বিধায়ক পিনাকী দাস চৌধুরীর অবস্থা স্থিতিশীল

আগরতলা, ১৬ মার্চ।। যান দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন কল্যাণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক পিনাকী দাস চৌধুরী এবং তাঁর গাড়ি চালক ও ব্যক্তিগত দেহরক্ষী৷ দূর্ঘটনাটি ঘটেছে শনিবার আসাম আগরতলা জাতীয় সড়কের চম্পকনগর সাধুপাড়া এলাকায়৷ আহত বিধায়ক সহ অন্যান্যদের আগরতলায় জিবি হাসপাতালে ভর্তি করানো হয়েছে৷ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে বিধায়কের অবস্থা স্থিতিশীল৷

এদিকে, দূর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবস, কৃষিমন্ত্রী রতন লাল নাথ সহ বিজেপির অন্যান্য নেতৃত্বরা৷ হাসপাতালে চিকিৎসকদের সাথে কথা বলেন এবং চিকিৎসার ব্যাপারে খোঁজ খবর নিয়েছেন৷

জানা গিয়েছে, বিধায়ক পিনাকী দাস চৌধুরী, গাড়ি চালক দুর্লভ দাস এবং ব্যক্তিগত দেহরক্ষী মিঠন পাল আগরতলায় কোন একটি দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য স্কর্পিও গাড়িতে করে আসছিলেন৷ বিধায়কের গাড়ি চম্পকনগরের সাধুপাড়া এলাকায় পৌঁছলে আগরতলা থেকে তেলিয়ামুড়াগামী টিআর-০১-বি-৩২৬৬ নম্বরের গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়৷

সংঘর্ষের পরিপ্রেক্ষিতে বিকট আওয়াজ হলে প্রত্যক্ষদর্শীরা ছুটে আসেন৷ এরপর কোনভাবে বিধায়ক সহ অপর আহতদের উদ্ধার করে নিকটবর্তী চম্পকনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর তিন জনকেই রাজধানীর জিবি হাসপাতালে রেফার করে দেওয়া হয়৷ শেষ সংবাদ পর্যন্ত তিন আহতরেই চিকিৎসা চলছে জিবি হাসপাতালের ট্রমা সেন্টারে৷

এদিকে কল্যাণপুরের বিধায়ক যান দুর্ঘটনার কবলে পড়েছেন, এই সংবাদ মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ার সাথে সাথেই কল্যাণপুর সহ রাজ্য জুড়ে ব্যাপক উৎকণ্ঠা তৈরি হয়৷ কিছুক্ষণের মধ্যেই জিবি হাসপাতালে একে একে ছুটে আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা, প্রাক্তন মুখ্যমন্ত্রী সাংসদ বিপ্লব কুমার দেব, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার‌্য সহ দলের বিভিন্ন স্তরের নেতৃত্বরা৷ হাসপাতাল সূত্রে খবর আপাতত যাবতীয় পরীক্ষা-নিরীক্ষার পর আঘাত কতটা গুরুতর বা মারাত্মক তা জানা যাবে৷ তবে এই মুহূর্তে বিধায়ক রয়েছেন স্থিতিশীল, এমনটাই দাবি হাসপাতালের৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *