সাত কানি এলাকায় গড়ে তোলা রাবার বাগানের পাঁচ শতাধিক গাছ ধ্বংস করল দুষ্কৃতকারীরা

বক্সনগর, ১৬ মার্চ।। রাতের অন্ধকারে দুষ্কৃতিকারীরা রাবার বাগান কেটে ধ্বংস করে দিল সিপাহীজলা জেলার দক্ষিণ মহেশপুরের দুই ভাই, বিপ্লব ঘোষ ও ঝুটন ঘোষের। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ২ লক্ষাধিক টাকার উপর।

জানা গিয়েছে, সাতকানি টিলা ভূমি এলাকা জুড়ে ৫৮৫ টি তিন বছর বয়সী রাবার গাছ ছিল।একটি গাছও দুষ্কৃতীরা বাদ রাখেনি। সমস্ত গাছ কেটে দিয়েছে। সকাল বেলায় যখন বাগান মালিক শুনতে পায় তখন দৌড়ে গিয়ে বাগানে দেখে একটি গাছও নেই। তখনই তারা হাউ মাউ করে কেঁদে উঠে। তাদের কান্না শুনে প্রতিবেশীরা ছুটে এসে তাদেরকে সান্তনা দিতে থাকে।

ছোট্ট স্ট্যাশনারি একটি দোকান দিয়ে চলছে উভয় ভাইয়ের সংসার। খবর জানাজানি হতেই এলাকায় ছিঃ ছিঃ রব। সোনামুড়া মহকুমার অন্তর্গত কাঁঠালিয়া ব্লক এলাকার দক্ষিণ মহেশপুর পঞ্চায়েতের ২ নং ওয়ার্ডে বাগান মালিকের বাড়ি। শনিবার গভীর রাতে এই ঘটনা। শনিবার পুলিশের কাছে লিখিত অভিযোগ জানিয়ে সুষ্ঠু বিচারের জন্য আবেদন জানায় বাগান মালিক।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *