আগরতলা, ১৬ মার্চ।। শনিবার জাতীয় রাজধানী নয়াদিল্লীতে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার লোকসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করেছেন৷ মোট সাতদফায় হবে ভোট গ্রহণ৷ পার্বতী রাজ্য ত্রিপুরার দুটি আসনের ভোট গ্রহণ করা হবে দুই পর্যায়ে৷ প্রথম পর্যায়ে হবে পশ্চিম ত্রিপুরা (সাধারণ) আসনে ১৯ এপ্রিল এবং দ্বিতীয় পর্যায়ে পূর্ব ত্রিপুরা (তপশিলি উপজাতি সংরক্ষিত) আসনে ভোট গ্রহণ করা হবে ২৬ এপ্রিল৷ গণনা হবে দেশের সব রাজ্যের সবকটি লোকসভা আসনের একসাথে ৪ জুন৷ এদিকে, নির্বাচন নির্ঘন্ট ঘোষণার সাথে সাথে আদর্শ আচরণবিধি লাগু হয়ে গিয়েছে৷
নির্বাচন কমিশনের নির্ঘন্ট অনুযায়ী পশ্চিম ত্রিপুরা (সাধারণ) লোকসভা আসনের জন্য বিজ্ঞপ্তি জারি করা হবে ২০ মার্চ, ২০২৪৷ প্রার্থীদের মনোনয়নপত্র জমা রাখার অন্তিম তারিখ হচ্ছে ২৭ মার্চ, ২০২৪৷ মনোনয়ন পরীক্ষা করা হবে ২৮ মার্চ ২০২৪ এবং মনোনয়ন প্রত্যাহারের অন্তিম তারিখ হচ্ছে ৩০ মার্চ ২০২৪৷ এই আসনে ভোট গ্রহণ করা হবে ১৯ এপ্রিল, ২০২৪৷
অন্যদিকে, পূর্ব ত্রিপুরা (তপশিলি উপজাতি সংরক্ষিত) লোকসভা আসনে বিজ্ঞপ্তি জারি করা হবে ২৮ মার্চ, ২০২৪৷ প্রার্থীদের মনোনয়নপত্র জমা রাখার অন্তিম তারিখ হচ্ছে ০৪ এপ্রিল, ২০২৪৷ মনোনয়ন পরীক্ষা করা হবে ০৫ এপ্রিল, ২০২৪ এবং মনোনয়ন প্রত্যাহারের অন্তিম তারিখ হচ্ছে ০৮ এপ্রিল, ২০২৪৷ এই আসনে ভোট গ্রহণ করা হবে ২৬ এপ্রিল, ২০২৪৷ ভোট গণনা হবে ৪ জুন, ২০২৪৷