৭ রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গ্রহণ ১৯ এপ্রিল, গণনা হবে ৪ জুন

আগরতলা, ১৬ মার্চ।। শনিবার জাতীয় রাজধানী নয়াদিল্লীতে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার লোকসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করেছেন৷ সেইসাথে দেশের অন্যান্য রাজ্যের বিধানসভার শূণ্য আসনে উপনির্বাচনের নির্ঘন্টও ঘোষণা করেছেন৷ সেই মোতাবেক ত্রিপুরা বিধানসভার ৭ রামনগর কেন্দ্রের শূণ্য আসনের উপনির্বাচনের সূচিও ঘোষণা দিয়েছে কমিশন৷ এই কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হবে ১৯ এপ্রিল, ২০২৩৷ যদিও ওইদিন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনেরও ভোট গ্রহণ করা হবে৷ ওইদিন ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের ভোটাররা দুটি ভোট দেবেন৷ একটি পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থীকে এবং অন্যটি বিধানসভা কেন্দ্রের প্রার্থীকে৷

নির্বাচন কমিশনের সূচি অনুযায়ী, ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হবে ২৯ মার্চ, ২০২৪৷ মনোনয়নপত্র দাখিল করার অন্তিম তারিখ ২৭ মার্চ, ২০২৪, মনোনয়নপত্র পরীক্ষা করা হবে ২৮ মার্চ, ২০২৪ এবং মনোনয়নপত্র প্রত্যাহারের অন্তিম তারিখ ৩০ মার্চ, ২০২৪৷ ভোট গ্রহণ করা হবে ১৯ এপ্রিল, ২০২৪৷ ভোট গণনা ৪ জুন, ২০২৪৷

প্রসঙ্গত, ২৮ ডিসেম্বর, ২০২৩ রাতে ত্রিপুরা বিধানসভার সদস্য তথা ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুরজিৎ দত্তের জীবনাবসান হয়েছিল৷ কলকাতায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি প্রয়াত হন৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর৷ সুরজিৎ দত্তের প্রয়াণে এই কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে৷ জানা গিয়েছে, বিধায়ক সুরজিৎ দত্তের রাজনৈতিক জীবন শুরু হয়েছিল ভারতের জাতীয় কংগ্রেস দলে৷ তিনি দীর্ঘদিন কংগ্রেসে ছিলেন৷ ২০১৮ সালে বিজেপি দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন৷ সেইবছর তিনি নির্বাচিত হয়ে বিধায়ক হন৷ তারপর ২০২৩ সালেও তিনি বিজেপি দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং জয়ী হন৷ ২০১৮ সালের আগে ২০১৩ সালের বিধানসভা নির্বাচনে তিনি কংগ্রেস দলের হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন৷ তখন তিনি পরাজিত হন৷

এখানে উল্লেখ করা যায় ১৯৮৮ সাল থেকে ৭ রামনগর বিধাসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করেছেন সুরজিৎ দত্ত৷ ১৯৮৮ থেকে ২০১৩ পর্যন্ত প্রতিটি বিধানসভা নির্বাচনে তিনি জয়ী হয়েছেন৷ শুধুমাত্র ২০১৩ সালের বিধানসভা নির্বাচনে তিনি পরাজিত হন৷ এরপর ২০১৮ এবং ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে তিনি বিজেপি দলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং জয়ী হন৷ ১৯৮৮ থেকে ১৯৯৩ পর্যন্ত তিনি কংগ্রেস জোট সরকারের মন্ত্রিসভার সদস্যও ছিলেন৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *