সম্পত্তির লোভে গর্ভধারিণী মাকে গলাটিপে হত্যার চেষ্টা, থানার দ্বারস্থ অসহায় বৃদ্ধা

বিশালগড়, ১৫ মার্চ।। সম্পত্তির লোভে ষাটোর্ধ বৃদ্ধ মাকে মারধরের অভিযোগ সন্তান,পুত্রবধূ এবং নাতির বিরুদ্ধে। ঘটনা শুক্রবার সকালে বিশালগড় থানাধীন চাম্পামুড়া এলাকায়। বিশালগড় থানায় অভিযোগ জানাতে এসে একরাশ ক্ষোভ উগরে দেন পরিবারের লোকজনদের বিরুদ্ধে ওই বৃদ্ধা।

জানা গেছে, রাবার বাগান এবং নাল সম্পত্তির ভাগ নিয়ে গত তিন বছর ধরে স্বামীর মৃত্যুর পর ক্রমাগত মানসিকভাবে নির্যাতন করা হচ্ছে ওই মহিলাকে। নির্যাতন সহ্য করতে না পেরে এক বছর তিনি বাড়ি থেকে দূরে মেয়ের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। এরপর বাড়িতে আসলে পুনরায় মহিলাকে মারধর শুরু করে বলে অভিযোগ। সম্পত্তির লোভে একাধিকবার গর্ভধারিণী মাকে গলাটিপে হত্যার চেষ্টাও করা হয়েছে বলে অভিযোগ।

পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিশালগড় থানায় অভিযোগ জানানোর পর অভিযুক্তদের বিরুদ্ধে কোনরকম ব্যবস্থা নিচ্ছে না পুলিশ এমনটাও অভিযোগ করেন বিশালগড় থানায় এসে বৃদ্ধা। শুক্রবার সকালে ছেলে তপন দেবনাথ, পূত্রবধূ গৌরি দেবনাথ এবং নাতি জুয়েল দেবনাথ উনার উপর সংঘবদ্ধ আক্রমণ করে বলে অভিযোগ। ফলে সুবিচারের আশায় থানার দ্বারস্থ ষাটোর্ধ কর্ণবালা দেবনাথ। এই ধরনের অমানবিক ঘটনায় গোটা চাম্পামুড়া এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে এলাকাবাসী।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *