চুরাইবাড়ির লক্ষ্মীনগর গ্রামে ডাকাতি, দরজা ভেঙ্গে ঘরে ঢুকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট

কদমতলা, ১৫ মার্চ।। আবরো দুঃসাহসিক ডাকাতি সংঘটিত হল উত্তর ত্রিপুরা জেলার চুড়াইবাড়ি থানাধীন লক্ষ্মীনগর গ্রাম পঞ্চায়েতের ১ নং ওয়ার্ড এলাকায়। নগদ টাকা সহ স্বর্ণালংকার লুট করে নিয়ে গিয়েছে ডাকাতরা।

জানা গিয়েছে, লক্ষীনগর গ্রামের বাসিন্দা পেশায় সিমেন্ট ফ্যাক্টরি গাড়ির চালক মণিলাল নাথ গাড়ি চালানো সুবাদে প্রায়ই বাড়িতে থাকেন না। বাড়িতে থাকেন স্ত্রী অঞ্জনা দেবী। বৃহস্পতিবার রাত আনুমানিক আড়াইটা থেকে তিনটা নাগাদ ডাকাত দল প্রথমে ঘরের জানালা ভেঙে ভিতরে প্রবেশ করতে চাইলে না পারায় পরবর্তীতে দরজা ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করে। তখন মণিলাল নাথের স্ত্রী অঞ্জনা দেবী ঘরে দুই সন্তানকে নিয়ে ঘুমিয়েছিলেন।

ডাকাত দল গৃহবধূকে মারধর করতে শুরু করে পাশাপাশি ভয় দেখানো শুরু করে যদি উনি চিৎকার করেন তাহলে দুই সন্তানকে মেরে ফেলবে। পরবর্তীতে অঞ্জনা দেবীর গলার ও উনার সন্তানের গলার দুটি চেইন, স্বর্ণের তিন জোড়া কানের দোল, স্বর্ণের একটি আংটি তাছাড়া ঘরে থাকা নগদ দশ হাজার টাকা নিয়ে যায় ডাকাতরা। ডাকাতরা বাড়ি থেকে যাওয়ার পর রাতেই প্রথমে উনার স্বামীকে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেন, না পেয়ে উনার ভাসুর অরুন নাথ সহ আত্মীয়স্বজনকে সমস্ত ঘটনা জানান।

খবর পেয়ে অরুন নাথ সহ অন্যান্যরা ছুটে আসে মণিলালের বাড়িতে। পরবর্তীতে খবর দেওয়া হয় চুড়াইবাড়ি থানার পুলিশকে। খবর পেয়ে আসে চুড়াইবাড়ি থানার পুলিশ। শুক্রবার এই ঘটনার খবর পেয়ে আসেন উত্তর জেলার অতিরিক্ত পুলিশ সুপার জে ডালং এবং চুড়াইবাড়ি থানার ওসি সমরেশ দাস। এক সাক্ষাৎকারে উত্তর জেলার অতিরিক্ত পুলিশ সুপার জানান গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তিনি আশাবাদী এই ডাকাতির ঘটনার কিনারা করতে সক্ষম হবে চুড়াইবাড়ি থানার পুলিশ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *