বিশালগড়, ১৫ মার্চ।। পুলিশ কনস্টেবলের বেপরোয়া গাড়ির ধাক্কায় গুরুতর আহত টিএসআর জওয়ানের মেয়ে সহ চারজন। দূর্ঘটনা সিপাহীজলা জেলার বিশালগড় থানাধীন ভূইয়ারমাথা এলাকায় শুক্রবার বিকেল পাঁচটায়। গুরুতরভাবে আহত দুজনকে জিবিপি হাসপাতালে রেফার করা হয়েছে।
জানা গিয়েছে, টিআর০১টি০৭৮০ নাম্বার একটি মারুতি ইন্ডিকা গাড়ি নিয়ে কিশোর কর্মকার উদয়পুর মাতারবাড়ি থেকে আগরতলার উদ্দেশ্যে যাওয়ার পথে ভুইয়ারমাথা এলাকায় দ্রুতগতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে টিআর০৭এ৬০২৩ ও টিআর০১পি৯২৮৩ নম্বরের দুটি বাইকে ধাক্কা দেয়। ফলে গুরুতর অভাবে আহত হয় টিআর০৭এ৬০২৩ নম্বরেরে বাইক নিয়ে আগরতলা থেকে বাড়ি ফেরার পথে কড়ইমুড়া এলাকার টি এস আর জওয়ান নিরঞ্জন দেবনাথের মেয়ে আরাধ্যা দেবনাথ।
টিআর০১পি৯২৮৩ নম্বরের বাইক চালক অজয় পাল বাড়ি গোলাঘাটি এলাকায়। অপরদিকে আহত হয় গাড়ি চালক কিশোর কর্মকার সহ উনার পরিবারের আরো দুজন সদস্য অনামিকা দাস ও অনিতা দাস। আরাধ্যা দেবনাথের ডান পা গাড়ির ধাক্কায় ভেঙে যায়। গুরুতরভাবে আহত আরাধ্যা দেবনাথকে আগরতলা জিবিপি হাসপাতালে রেফার করা হয়। অন্যদিকে অজয় পালকে আগরতলা হাঁপানিয়া হাসপাতালের করা হয়। এদিকে বিশালগড় থানার পুলিশ গাড়ি চালক কিশোর কর্মকারকে আটক করে থানায় নিয়ে আসেন পুলিশ। পাশাপাশি দুর্ঘটনাগ্রস্থ দুটি বাইক ও গাড়ি আটক করে থানায় নিয়ে আসেন পুলিশ।