বটতলার উচ্ছেদ হওয়া ব্যবসায়ীদের বিকল্প ব্যবস্থা করে দেওয়ার উদ্যোগ নিল আগরতলা পুর নিগম

আগরতলা, ১৫ মার্চ।। রাজধানী আগরতলা শহরের বটতলা মার্কেটের অবৈধভাবে দখলকৃত স্টল থেকে উচ্ছেদ হওয়া ব্যবসায়ীদের বিকল্প ব্যবস্থার প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।আগরতলা পুর নিগমের মেয়র পুর কমিশনার ড: শৈলেশ কুমার যাদব, স্থানীয় কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য, জাহ্নবী দাস চৌধুরী এবং নিতু দে গুহ এবং নিগমের অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে বাজার কমিটি এবং ব্যবসায়ীদের সাথে আলোচনা করেছেন।

তার পরিদর্শন সম্পর্কে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে মেয়র জানান, ২০২৩ সালের বিধানসভা নির্বাচনের আগে শহরের যানজট মুক্ত করার লক্ষ্যে এবং পথচারীরা যাতে সহজে চলাফেরা করতে পারে তা নিশ্চিত করার লক্ষ্যে বটতলা মার্কেটের সামনে এবং রোনাল্ডসে রোডের কিছু অবৈধ ব্যবসায়ীকে নিগম উচ্ছেদ করেছিল।

মেয়র বলেন, পরবর্তী সময়ে বাজার কমিটির সদস্যদের উপস্থিতিতে এবং মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার নির্দেশে আমরা তাদের জীবিকার কথা চিন্তা করে উচ্ছেদ হওয়া ব্যবসায়ীদের বিকল্প ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছিলাম। কিন্তু তারা আমাদের উপর আস্থা রাখেনি এবং পরিবর্তে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, আশীষ কুমার সাহা, সুদীপ রায় বর্মণ এবং অন্যান্যদের মতো বিরোধী দলের নেতাদের বক্তব্যে বিভ্রান্ত হয়ে পড়ে। যারা পরিস্থিতিকে রাজনৈতিক রঙ দেওয়ার চেষ্টা করেছিল এবং এটিকে নিজেদের স্বার্থে ব্যবহার করার চেষ্টা করেছিল।

তিনি বলেন, আজ আমরা এলাকা পরিদর্শন করেছি এবং আবারও বাজার কমিটির সদস্যদের সঙ্গে কথা বলেছি এবং সেই অনুযায়ী মার্কেট স্টল নির্মাণের কাজ শুরু করব। ১৮ জন ব্যবসায়ীকে ব্যবসার জন্য জায়গা দেওয়া হবে। মূলত যারা আগে অবৈধ দখলের কারণে উচ্ছেদ হয়েছিলেন।

মেয়র দীপক মজুমদার আরও জানিয়েছেন, লোকসভা নির্বাচনের পরে কাজ শুরু হবে এবং জায়গাটির সৌন্দর্যায়নের জন্য এলাকায় একটি ছোট পার্কও তৈরি করা হবে। মেয়র ব্যবসায়ী এবং শহরবাসীদের বিজেপি-চালিত আগরতলা পুর নিগমের উপর বিশ্বাস রাখার জন্য আবেদন করেছেন যা জনসাধারণের ‘সার্বিক কল্যাণে’ কাজ করছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *