উদয়পুর, ১৫ মার্চ।। ফাঁসিতে আত্মহত্যা করলেন এক বৃদ্ধ মহিলা। বৃদ্ধার নাম মায়া রায়। বয়স ৭৫ বছর। ঘটনা গোমতী জেলার উদয়পুর রাজারবাগস্থিত সুকান্ত পল্লী এলাকায়।
জানা গিয়েছে,, দীর্ঘদিন ধরে ব্রেন স্ট্রোকের অসুস্থতা ভুগছিলেন মায়া রায় নামে বৃদ্ধ মহিলা। প্রতিদিনের মতো শুক্রবার সন্ধ্যা সাতটা নাগাদ পুজো দেওয়ার পর ঘরে লোকজন না থাকায় মানসিক অসুস্থতার কারণে দিলীপ রায়ের মা মায়া রায় ফাঁসিতে আত্মহত্যা করেন। তারপর দিলীপ রায়ের স্ত্রী ঘরে এসে শাশুড়ি মা কে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তড়িঘড়ি করে ঝুলন্ত অবস্থায় থেকে নামিয়ে নেয়।
তৎক্ষণাৎ খবর পেয়ে ছুটে আসে দিলীপ রায় সহ ওনার ছেলে। দিলীপ রায় মায়ের এই অবস্থা দেখে খবর দেওয়া হয় রাধাকিশোরপুর মহিলা থানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মায়া রায়কে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এদিকে পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।