আগরতলা, ১৪ মার্চ।। রাজধানী আগরতলা শহর থেকে রহস্যজনক ভাবে নিখোঁজ দুই স্কুলছাত্রকে মুম্বাই থেকে উদ্ধার করে নিয়ে আসে ত্রিপুরা পুলিশ। বৃহস্পতিবার পশ্চিম ত্রিপুরা পুলিশ সুপার ওই দুই স্কুলছাত্রকে অভিভাবকদের কাছে হস্তান্তর করেছেন।
জানা গিয়েছে, রাজধানী আগরতলা শহরের উজান অভয়নগর এলাকার পৃথিবী দেববর্মা এবং বড়জলা এলাকার অংকন চক্রবর্তী দুজন শহরের একটি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র। তারা একই গৃহশিক্ষকের বাড়িতে পড়াশোনা করে। বৃহস্পতিবার সকাল ছয়টার আগে দুজনেই মঠ চৌমুহনী সংলগ্ন এক গৃহশিক্ষকের বাড়িতে পড়তে আসার নাম করে বাড়ি থেকে বের হয়। ঘন্টাখানেকের মধ্যেই ইনস্টাগ্রামে একটি স্ট্যাটাস আপলোড করে দুই ছাত্র যে তারা ত্রিপুরা ছেড়ে চলে যাচ্ছে তাদের জন্য চিন্তা না করতে। তারা কিছু একটা করে বাড়ি ফিরবে। ইনস্টাগ্রাম স্ট্যাটাস লক্ষ্য করে চিন্তিত হয়ে পড়েন দুই নাবালক ছাত্রের অভিভাবকরা।
তারা সাথে সাথে গৃহশিক্ষকের বাড়িতে যান কিন্তু সেখানে তারা জানতে পারেন দুই ছাত্র অংকন এবং পৃথিবী এদিন গৃহ শিক্ষকের বাড়িতে পড়তে আসেনি। সাথে সাথে তারা বিষয়টি পূর্ব আগরতলা থানায় জানান। এরমধ্যে পৃথক পৃথকভাবে দুই পরিবার থেকেই বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু হয়। কিন্তু ছেলেদের না পেয়ে দুই পরিবারই বৃহস্পতিবার সন্ধ্যায় পূর্ব থানায় মিসিং ডায়েরি করে। পুলিশও বিভিন্ন সোর্স ব্যবহার করে নিখোঁজ দুই ছাত্রকে উদ্ধারে তল্লাশি চালায়। অবশেষে মঙ্গলবার ওই দুই স্কুলছাত্রের সন্ধান মিলে মুম্বাইয়ে। বুধবার তাদের আগরতলায় নিয়ে আসা হয়। বৃহস্পতিবার অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়।