আগরতলা, ১৪ মার্চ।। কংগ্রেস ছাড়া আর কোন রাজনৈতিক দল তিপ্রাসাদের মঙ্গল চায় না। কংগ্রেস জনজাতিদের জন্য বিভিন্ন সময় নানা দাবী তুলেছে কেন্দ্রীয় সরকারের কাছে। তাই আজকের দিনেও দাঁড়িয়ে কংগ্রেস দাবী করে এডিসি -কে অধিক ক্ষমতা প্রদান করা এবং ককবরক ভাষার রোমান হরফে লেখার। বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে এ কথা বললেন বিধায়ক সুদীপ রায় বর্মণ।
শ্রী বর্মন তিপরা মথার প্রধানকে আক্রমণ করে তিনি আরো বলেন, লাস্ট ফাইট, সাংবিধানিক সমাধান সহ বিভিন্ন সময় বিভিন্ন দাবি তুলেছিল। বর্তমানে দেখা যাচ্ছে এগুলি ক্ষমতার লোভ ছাড়া আর কিছুই ছিল না।জনজাতির স্বার্থ বিক্রি করে দিয়ে কেউ যদি আবেগ বুঝানোর চেষ্টা করে তাহলে তারা সত্যিকারের মঙ্গল চায় বলে মনে হয় না। আবেগ দিয়ে তিপ্রাসাদের ব্যবহার করছে।
সুদীপ রায় বর্মণ বলেন, নাগরিকত্ব সংশোধনী আইনের তীব্র বিরোধীতা করে কংগ্রেস। এর জন্য জনজাতি এক সংগঠন কয়েক বছর আগে মাধব বাড়িতে বিরোধীতা করে পুলিশের গুলি পর্যন্ত খেয়েছিল। গুরুতর আহত হয়েছিলেন একজন। তাই জনজাতি অংশের মানুষকে ববো ভাবার কোন কারণ নেই। কারণ রাজ্যে মানুষ সে সময় জঙ্গলে রাজত্ব দেখেছে। সেদিন ভুলে যায়নি।