লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরায় বিজেপি প্রার্থী প্রদ্যোত কিশোর দেববর্মার বোন কৃতি সিং দেববর্মা

আগরতলা, ১৩ মার্চ।। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী ঘোষণার পর এবার পূর্ব ত্রিপুরা আসনেও প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি৷ পূর্ব ত্রিপুরা আসনে প্রার্থী করা হয়েছে তিপ্রা মথার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মনের বোন কৃতি সিং দেববর্মা৷ বুধবার বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব প্রার্থী তালিকা ঘোষণা করেছেন৷ দেশের অন্যান্য লোকসভা আসনের প্রার্থীদের নামের তালিকায় পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থীর নামও রয়েছে৷ কৃতি সিং দেববর্মা মূলত ছত্তিশগড়ের বাসিন্দা৷

জানা গিয়েছে, কয়েকদিন আগে কৃতি সিং দেববর্মা ত্রিপুরায় আসনে একটি অনুষ্ঠানে অংশ নেন৷ যদিও তার আগেই তিপ্রা মথা প্রাক্তন সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মা পূর্ব ত্রিপুরা আসনের জন্য তাঁর বোন কৃতি সিং দেববর্মার নাম বিজেপি কেন্দ্রীয় কমিটির কাছে প্রস্তাব করে দিয়েছিলন বলে খবর৷

এদিকে, দিল্লীতে তিপ্রা মথা, ত্রিপুরা সরকার এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে ‘তিপ্রাসা’ চুক্তি স্বাক্ষরিত হওয়ার পরপরই ত্রিপুরায় রাজনৈতিক চিত্র পাল্টে যায়৷ চুক্তি স্বাক্ষরিত হওয়ার কয়েকদিনের মধ্যে তিপ্রা মথার দুই বিধায়ককে বিজেপি আইপিএফটি জোট সরকারের মন্ত্রিসভায় স্থান দেওয়া হয়েছে৷ যদিও বিভিন্ন মহল থেকে বিজেপির সাথে তিপ্রা মথার সখ্যতা নিয়ে জোর সমালোচনা করা হচ্ছে৷

বিরোধীরা নানাভাবে কটাক্ষ করছেন৷ এরই মধ্যে প্রদ্যোতের বোনকে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে প্রার্থী করায় রাজনৈতিক চর্চায় নতুন মাত্রা এনে দিয়েছে৷ বিজেপি প্রদেশ কমিটি সূত্রে জানা গিয়েছে, যেহেতু বিজেপির প্রার্থী হয়েছে কৃতি সিং দেববর্মা তাই তিনি আসন্ন লোকসভা নির্বাচনে পদ্মফুল প্রতীকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *