আগরতলা, ১৩ মার্চ।। নিরপেক্ষ ও অবাধ নির্বাচনের জন্য কমিশন প্রচার মাধ্যমের উপর ভরসা রাখে। কেননা প্রচার মাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। তাই আসন্ন লোকসভা নির্বাচনে লিঙ্গ, জাতপাত, ধর্মভিত্তিক যাতে বিভ্রান্তিমূলক সংবাদ পরিবেশন না করা হয় সে দিকে প্রচার মাধ্যমকে লক্ষ্য রাখতে হবে। আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে আজ প্রজ্ঞাভবনে সাংবাদিকদের নিয়ে এক প্রশিক্ষণ শিবিরে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক পুনীত আগরওয়াল একথা বলেন।
আগরতলায় প্রজ্ঞাভবনের ৩নং সভাকক্ষে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ শিবিরে নির্বাচনে মুদ্রন ও বৈদ্যুতিন প্রচার মাধ্যমের সাংবাদিকদের ভূমিকা, আদর্শ নির্বাচনী আচরণ বিধি, মিডিয়া সার্টিফিকেশন, এমসিএমসি, ইভিএম, ভিভিপ্যাট, ভোট গ্রহণ ও ভোট গণনার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
মুখ্য নির্বাচনী আধিকারিক আসন্ন লোকসভা নির্বাচনে মুদ্রন ও বৈদ্যুতিন প্রচার মাধ্যমের সাংবাদিকদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, লোকসভা নির্বাচেনে আদর্শ নির্বাচনী আচরণ বিধি, অ্যাক্সিট পোল, অথরিটি লেটার এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রশিক্ষণ শিবিরে অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক শুভাশিষ বন্দ্যোপাধ্যায় আদর্শ নির্বাচনী আচরণ বিধি, নির্বাচনে প্রচার মাধ্যমের ভূমিকা, অপিনিয়ন পোল, ভোট গ্রহণ ও ভোট গণনা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
শিবিরে তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য বলেন, তথ্য ও সংস্কৃতি দপ্তর উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সাংবাদিকদের ইলেকশন অথরিটি লেটার দেওয়া হয়। তিনি পেইড নিউজ, ফেইক নিউজ, অপিনিয়ন পোল, অ্যাক্রিডিটেশন কার্ড, আরএনআই প্রভৃতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। উল্লেখ্য, প্রশিক্ষণ শিবিরে মুদ্রন ও বৈদ্যুতিন প্রচার মাধ্যমের ৩৬ জন সাংবাদিক অংশ নেন।