নাবালিকা ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে বাগবাসায় চাঞ্চল্য, অভিযুক্ত যুবক পলাতক

ধর্মনগর, ১২ মার্চ।। নাবালিকা ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে উত্তর ত্রিপুরা জেলার বাগবাসার গঙ্গানগর এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে৷ অভিযুক্তকে গ্রেফতার করার জন্য বিভিন্ন এলাকায় তল্লাসি চালিয়ে যাচ্ছে৷ এদিকে ধর্ষিতা নাবালিকাকে ডাক্তারী পরীক্ষা করানো হয়েছে৷ এই ব্যাপারে একটি মামলা রুজু করা হয়েছে৷

জানা গিয়েছে, বাগবাসার গঙ্গানগর এলাকায় এক নাবালিকাকে তাতন বাগতি নামে এক যুবক ধর্ষণ করেছে বলে নাবালিকার পরিবারের লোকজন অভিযোগ দায়ের করেছেন৷ অভিযোগমূলে পুলিশ একটি মামলা নিয়েছে৷ মামলাটি হয়েছে ভারতীয় দন্ডবিধির ৩৭৬ (এবি)/৩২৫ এবং পক্সো আইনের ৬ নম্বর ধারায়৷ পুলিশ মামলা নিয়েছে৷ কিন্তু, ঘটনার চবিবশ ঘন্টা পরও পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি৷ এদিকে, মামলার তদন্তের ভার দেয়া হয়েছে ধর্মনগর মহিলা থানার পুলিশকে৷ ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *