সন্তানের অন্নপ্রাশনের দিনে অগ্নিদগ্ধ হয়ে মায়ের মর্মান্তিক মৃত্যু, তুলাবাগানে শোকের ছায়া

আগরতলা, ১২ মার্চ।। সন্তানের থেকে ভালো করে মা ডাক শোনার আগেই না ফেরার দেশে পাড়ি দিল মা শিপ্রা সরকার। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পশ্চিম ত্রিপুরা জেলার সিধাই থানার অন্তর্গত তুলাবাগান এলাকায়।

জানা গিয়েছে, তুলাবাগান গ্রামের বাসিন্দা তপন সরকারের স্ত্রী শিপ্র সরকারের একমাত্র সন্তানের মুখে ভাত দেওয়ার জন্য বেশ জাঁকজমক ভাবেই আয়োজন করেছিল। চলতি মাসের ১১ই মার্চ অর্থাৎ সোমবার অন্নপ্রাশনের আয়োজন করা হয় বাড়িতে। সবকিছু ঠিকঠাক অবস্থায় ছিল। হঠাৎ উনুনে সন্তানের জন্য খাবার তৈরি করতে যায় মা শিল্পা সরকার। কিন্তু হঠাৎ আগুন শিপ্রা দেবীর শাড়িতে লেগে যায়।

মুহূর্তের মধ্যেই শুরু হয়ে যায় চিৎকার চেঁচামেচি। সঙ্গে সঙ্গেই গৃহবধূ শিপ্রা সরকারকে আগরতলা জিবিপি হাসপাতালে আনা হয়। রাতভর চলে চিকিৎসা। কিন্তু ভাগ্যের যে নির্মম পরিহাস। মঙ্গলবার কাক ভোরে ডাক্তারের সমস্ত চেষ্টা ব্যার্থ করে না ফেরারদেশে পাড়ি দেয় শিপ্রা সরকার। ডাক্তারদের থেকে এই খবর পেয়ে হাসপাতাল চত্বরেই কান্নায় ভেঙ্গে পড়েন স্বামী তপন সরকার সহ আত্মীয়স্বজনেরা।

এদিকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মৃতার মা বলেন ছেলের জন্য খাবার তৈরি করতে গেলে উনুন থেকে শরীরে আগুন লেগে যায়। হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মেয়ে শিপ্রা সরকারের। ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এই ঘটনায় হতভম্ব হয়ে পড়েন অসহায় স্বামী তপন সরকার। তিনি একটা কথাই বারবার বলাছেন সাত মাসের এই শিশু সন্তানকে নিয়ে কিভাবে বাঁচব আমি। এই মর্মান্তিক মৃত্যুর সংবাদে গোটা তুলাবাগান গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *