১৬০ গ্রাম ব্রাউন সুগার ও নগদ দুই লক্ষাধিক টাকা সহ নেশা কারবারি গ্রেফতার ফুলতলীতে

আগরতলা, ১২ মার্চ।। রাজধানী আগরতলা শহরের কাছে আমতলী থানার অধীন ফুলতলী এলাকায় ব্রাউন সুগার সহ আটক করা হয়েছে এক যুবককে৷ ওই যুবক নেশা সামগ্রী কারবারের সাথে জড়িত৷ শুধু নেশা সামগ্রী নয় তার কাছ থেকে নগদ দুই লক্ষ পনের হাজার টাকাও বাজেয়াপ্ত করেছে আমতলী থানার পুলিশ৷

আমতলী থানার ওসি রঞ্জিত দেবনাথ জানিয়েছেন সোমবার রাত আনুমানিক দুইটা নাগাদ গোপন খবরের ভিত্তিতে পুলিশ ফুলতলী এলাকার বাসিন্দা সুমন সরকারের বাড়িতে অভিযান চালায়৷ তার ঘর থেকে মোট ষোলটি প্যাকেটে ১৬৪ গ্রাম ব্রাউন সুগার বাজেয়াপ্ত করা হয়েছে৷ সেই সাথে নগদ দুই লক্ষ পনের হাজার টাকাও বাজেয়াপ্ত করা হয়েছে৷

তার বিরুদ্ধে আগেও নেশা সামগ্রী চোরকারবারের অভিযোগ ছিল৷ তখন তাকে গ্রেফতার করা হয়েছিল৷ কিন্তু তথ্য প্রমাণের ঘাটতির জন্য সে ওইযাত্রায় রক্ষা পেয়েছিল৷ কিন্তু, এবারে তাকে নেশা সামগ্রী সহ গ্রেফতার করা হয়েছে৷ আদালতের নির্দেশে তাকে পুলিশ রিমান্ডে এনেছে৷ জেরা করে দেখা হচ্ছে এই চোরা করবারের সাথে আর কে কে জড়িত রয়েছে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *