কেন্দ্র ও রাজ্য সরকার জনকল্যাণে কাজ করছে : পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী

জিরানীয়া, ১১ মার্চ।। সমাজের অন্তিম ব্যক্তিও যেন কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প ও পরিষেবার সুযোগ সুবিধা পান সেই লক্ষ্যে কাজ করছে রাজ্য সরকার। সবকা সাথ, সবকা বিকাশ ও সবকা বিশ্বাস এই শ্লোগানকে পাথেয় করে রাজ্য সরকার জনকল্যাণে কাজ করছে। ফলে রাজ্যের মানুষ বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা ভোগ করতে পারছেন।

আজ রাণীরবাজারের গীতাঞ্জলি হলে রাণীরবাজার পুর এলাকার বিভিন্ন সুবিধাভোগীদের মধ্যে সরকারি প্রকল্পে বিভিন্ন সামগ্রী প্রদান অনুষ্ঠানে পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী একথা বলেন।

রাণীরবাজার পুর পরিষদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ৪ জন সুবিধাভোগীকে বিভিন্ন ধরণের বাদ্যযন্ত্র, ২ জন স্ট্রিট ভেন্ডারকে ৫০ হাজার টাকা ও ১০ হাজার টাকার ঋণের মঞ্জুরীপত্র, ১০০ জনকে মোরগের ছানা ও মোরগ পালনের সহায়ক সামগ্রী দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাণীরবাজার পুর পরিষদের ভাইস চেয়ারপার্সন প্রবীর কুমার দাস, কাউন্সিলার গৌতম মজুমদার, বিশিষ্ট সমাজসেবী গৌরাঙ্গ ভৌমিক প্রমুখ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *