বিশালগড়, ৭ মার্চ।। সমাজের একেবারে অন্তিম ব্যক্তির কাছে বিভিন্ন প্রকল্প ও পরিষেবার সুবিধা পৌঁছে দিতে বর্তমান সরকার কাজ করছে। এই বিষয়ে সরকারি কর্মচারিদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিভিন্ন প্রকল্পের সুবিধা সবাই যেন পেতে পারেন তা সুনিশ্চিত করতে হবে। আজ সিপাহীজলা জেলাশাসক অফিসের কনফারেন্স হলে আয়োজিত এক পর্যালোচনা বৈঠকে প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস একথা বলেন।
সভায় প্রাণীসম্পদ, মৎস্য এবং তপশিলিজাতি কল্যাণ দপ্তরের পর্যালোচনা করে শ্রীদাস বলেন, সমাজের বিভিন্ন অংশের মানুষের উন্নয়নের জন্য রাজ্য এবং কেন্দ্রের বর্তমান সরকার কাজ করছে। এই লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা সম্পর্কে মানুষকে বেশী করে সচেতন করতে হবে। এবিষয়ে জনপ্রতিনিধিদের সরকারের বিভিন্ন দপ্তরের সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে হবে। তিনি গুণমান বজায় রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে বিভিন্ন উন্নয়নমূলক কাজ শেষ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন।
বৈঠকে প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে চলতি অর্থবছরে এখন পর্যন্ত জেলায় ৯৫৬টি স্বাস্থ্য শিবিরের আয়োজন করে গৃহপালিত পশুপাখির চিকিৎসা করা হয়েছে। মৎস্য দপ্তরের প্রতিনিধি বৈঠকে জানান, প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনায় ২০২২-২৩ অর্থবছরে বিশালগড়, সোনামুড়া এবং জম্পইজলা মহকুমায় ১৪.৪৪ হেক্টর জলাশয়ে মাছের পোনা বিতরণ করা হয়েছে।
বৈঠকে সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, সহকারি সভাধিপতি পিন্টু আইচ, বিধায়ক অন্তরা সরকার দেব, প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের প্রধান সচিব বি এস মিশ্র, সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলাশাসক জয়ন্ত দে, প্রাণীসম্পদ, মৎস্য এবং তপশিলিজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তা, জেলার বিভিন্ন পঞ্চায়েত সমিতি ও বিএসি’র চেয়ারম্যানগণ, মেলাঘার পুর পরিষদ এবং সোনামুড়া নগরপঞ্চায়েতের চেয়ারপার্সন এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ উপস্থিত ছিলেন।