জনজাতিদের অস্তিত্ব বিলুপ্ত করতে বিজেপি ও তিপ্রা মথা একাকার হয়েছে : গণমুক্তি পরিষদ

আগরতলা, ৭ মার্চ।। জনজাতিদের অস্তিত্ব বিলুপ্ত করতে বিজেপি ও তিপ্রা মথা একাকার হয়েছে। বৃহস্পতিবার সিপিআইএম রাজ্য কার্যালয়ে ত্রিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান সংগঠনের সভাপতি নরেশ জমাতিয়া।

সাংবাদিক সম্মেলনে নরেশবাবু আরও বলেন, ভারতীয় জনতা পার্টির সাথে একাকার হয়ে তিপরা মথা জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। জনগণ বিজেপি বিরোধী হলেও, নেতারা আগে থেকে বিজেপি মুখী ছিলেন। এটা আগে থেকেই বলেছিল রাজ্যের ত্রিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদের কেন্দ্রীয় কমিটি।

তিনি বলেন, সম্প্রতি দিল্লিতে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এবং তিপরা মথার মধ্যে যে ত্রিপাক্ষিক চুক্তি হয়েছে তার মধ্যে গ্রেটার তিপরাল্যান্ড এর কোন উল্লেখ নেই। ভূমি অধিকার সহ যেসব অধিকারের কথা চুক্তি পত্রে উল্লেখ করা হয়েছে সেগুলি আগে থেকেই এডিসি -র কাছে রয়েছে। মানুষকে বিভ্রান্ত করে আমরণ অনশন থেকে মথা এগুলি করেছে।

সাংবাদিক সম্মেলনে নরেশ জমাতিয়া বলেন, এডিসি -তে ভিলেজ কমিটির নির্বাচন হচ্ছে না। এভাবে বিজেপি গ্রামের প্রধান, মেম্বারের অধিকার পর্যন্ত হরণ করে চলেছে। তিনি সরকারের বিরুদ্ধে আরো অভিযোগ তুলে বলেন পূবর্তন সরকার যে সমস্ত অধিকার এদের প্রতিষ্ঠিত করেছিল সেই অধিকার গুলি আজ আর নেই।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *