আগরতলা, ৭ মার্চ।। ত্রিপুরার ইতিহাসে একের পর এক ব্যাতিক্রমি ঘটনা ঘটে চলেছে৷ বিরোধী দলনেতাকে মন্ত্রিসভায় অন্তর্ভূক্ত করার ঘটনা নজিরবিহীন৷ সাথে বিরোধী দলের বিধায়ককে প্রতিমন্ত্রী হিসেবে যুক্ত করা হল৷ বৃহস্পতিবার রাজভবনের দরবার হলে বিরোধী দলনেতা তথা তিপ্রা মথারা বিধায়ক অনিমেষ দেববর্মা এবং বিধায়ক বৃষকেতু দেববর্মাকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু৷ মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেনে অনিমেষ দেববর্মা এবং প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন বৃষকেতু দেববর্মা৷
শপথ গ্রহণের পর মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, আমার দৃঢ় বিশ্বাস যে, ‘এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, উন্নত ত্রিপুরা’ গড়ার ক্ষেত্রে তিপ্রা মথার সরকারে অন্তর্ভূক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে৷ আমি ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং গৃহমন্ত্রী অমিত শাহকে রাজ্যের সামগ্রিক বিকাশে এই ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণেপ জন্য৷
প্রসঙ্গত, দিল্লীতে তিপ্রা মথা, ত্রিপুরা সরকার এবং ভারত সরকারের মধ্যে ‘তিপ্রাসা’ চুক্তি হওয়ার পর তিপ্রা মথা ও ত্রিপুরা সরকারের মধ্যে নৈকট্য বাড়ে৷ রাজ্যের রাজনৈতিক চিত্র পরিবর্তন হতে থাকে৷ গুঞ্জন শুরু হয় বিরোধী দল তিপ্রা মথা মন্ত্রিসভায় স্থান পেতে চলেছে৷ সেই গুঞ্জনের বাস্তবতা নজরে আসে বৃহস্পতিবার৷ তিপ্রা মথার দুই বিধায়ক মন্ত্রীত্ব পেলেন৷ বুধবার রাতে মুখ্যমন্ত্রী প্রফসর ডাঃ মানিক সাহা রাজ্যপালকে চিঠি দিয়ে জানিয়েছেন যে তিনি বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মাকে মন্ত্রিসভার সদস্য করতে চান৷ সেই মোতাবেক রাজ্যপাল অনিমেষ দেববর্মাকে চিঠি দিয়ে জানিয়েছেন৷ বুধবার রাতেই রাজভবনের দরবার হল সাজিয়ে তোলা হয়েছে শপথ গ্রহণের জন্য৷ বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয় শপথ গ্রহণ৷
শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা সহ রাজ্য মন্ত্রিসভার সকল সদস্য, তিপ্রা মথার প্রাক্তন সুপ্রিমো তথা এমডিসি প্রদ্যোৎ কিশোর মানিক্য দেববর্মা সহ দলের নেতা বিধায়ক এবং এমডিসি, শাসক দল বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সহ আইপিএফটির নেতৃত্বার৷