ত্রিপুরা বিধানসভায় বাজেটের উপর সাধারণ আলোচনা শুরু, একাধিক বিল ধ্বনিভোটে গৃহীত

আগরতলা, ৪ মার্চ।। ২০২৩-২৪ অর্থবছরের জন্য ১,৬৩২ কোটি ৬২ লক্ষ টাকার অতিরিক্ত ব্যয় বরাদ্দের দাবি আজ রাজ্য বিধানসভায় গৃহীত হয়েছে। ১ মার্চ অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরায় বিধানসভায় অতিরিক্ত ব্যয় বরাদ্দের দাবি পেশ করেছিলেন।

এদিকে, ২০২৪-২৫ অর্থবছরের জন্য বিধানসভায় পেশ করা প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনা সোমবার শুরু হয়েছে। গত ১ মার্চ বিধানসভায় অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরায় ২০২৪-২৫ অর্থবছরের জন্য মোট ২৭,৮০৪.৬৭ কোটি টাকার বাজেট পেশ করেন। এদিন বিধানসভা অধিবেশনের দ্বিতীয়ার্ধে সাধারণ আলোচনার সূচনা করেন বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা। আলোচনা করতে গিয়ে তিনি বলেন, প্রস্তাবিত বাজেটে রাজ্যের উন্নয়নের জন্য দীর্ঘমেয়াদি কোনও পরিকল্পনা নেই।

সাধারণ আলোচনায় ট্রেজারি বেঞ্চ ও বিরোধী দলের ১০ জন বিধায়ক এদিন অংশ নেন। ট্রেজারি বেঞ্চের বিধায়কগণ প্রস্তাবিত বাজেটকে সমর্থন করে বক্তব্য রাখেন। আলোচনায় অংশ নেন ট্রেজারি বেঞ্চের বিধায়ক রঞ্জিত দাস, বিধায়ক রামপদ জমাতিয়া, বিধায়ক শম্ভুলাল চাকমা, বিধায়ক অন্তরা সরকার দেব, বিধায়ক মাইলাফু মগ। তাছাড়া সাধারণ আলোচনায় অংশ নেন বিধায়ক পাঠানলাল জমাতিয়া ও বিধায়ক রঞ্জিত দেববর্মা। প্রস্তাবিত বাজেটের বিরোধিতা করে বক্তব্য রাখেন বিধায়ক জিতেন্দ্র চৌধুরী, বিধায়ক দীপঙ্কর সেন ও বিধায়ক অশোক মিত্র।

অন্যদিকে, দি স্যালারিজ, অ্যালাউন্সেস, পেনশন অ্যান্ড আদার বেনিফিটস অব দি মিনিস্টার্স, স্পিকার, ডেপুটি স্পিকার, লিডার অব অপজিশন, গভর্নমেন্ট চিফ হুইপ অ্যান্ড দি মেম্বার্স অব দি লেজিসলেটিভ অ্যাসেম্বলি (ত্রিপুরা) (এইট অ্যামেন্ডমেন্ট) বিল ২০২৪ (দি ত্রিপুরা বিল নং ৪ অব ২০২৪) সোমবার রাজ্য বিধানসভায় গৃহীত হয়েছে। আইন তথা সংসদ বিষয়কমন্ত্রী রতনলাল নাথ বিলটি সভায় পেশ করলে তা ধ্বনিভোটে গৃহীত হয়। তাছাড়া, দি ত্রিপুরা পাবলিক ডিমান্ড রিকোভারি (অ্যামেন্ডমেন্ট) বিল ২০২৪ (দি ত্রিপুরা বিল নং ৩ অব ২০২৪) আজ রাজ্য বিধানসভায় গৃহীত হয়েছে। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরায় বিলটি সভায় পেশ করলে তা ধ্বনিভোটে গৃহীত হয়।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *